BJ Sports – Cricket Prediction, Live Score

ব্র‍্যাডম্যানকে টপকে নয়া উদযাপন স্টিভ স্মিথের 

ব্র‍্যাডম্যানকে টপকে নয়া উদযাপন স্টিভ স্মিথের 

ঘরের মাঠে টেস্ট সিরিজে দুর্দান্ত এক সেঞ্চুরি হাকিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ। সেঞ্চুরি হাঁকিয়ে টপকে গেলেন ব্র‍্যাডম্যানকে। ছুঁয়ে ফেললেন ম্যাথু হেডেনকে। সেই সাথে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েই অভিনব উদযাপনে মেতে ওঠেন স্মিথ। তবে সেঞ্চুরি হাঁকিয়ে কেন এই ব্যতিক্রমধর্মী উদযাপন, এমন প্রশ্ন ক্রিকেট প্রেমিদের মনে। এবার নিজেই সে রহস্য ফাঁস করলেন স্মিথ। 

দক্ষিন আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি অস্ট্রেলিয়া। সিডনির ক্রিকেট মাঠে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ৩০ তম সেঞ্চুরির দেখা পান তিনি। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র‍্যাডম্যানের টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি সংখ্যা ছিল ২৯ টি। এই রেকর্ড টপকে গেলেন স্মিথ। সেই সঙ্গে ক্রিকেটবিশ্বে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন তিনি। এখন তার সামনে শুধু রিকি পন্টিং এবং স্টিভ ওয়া। 

দুর্দান্ত এই সেঞ্চুরি করার পর নজরে আসে তার নয়া উদযাপন । নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তার সেই উদযাপনের ভিডিও। সেখানে দেখা যায়, সেঞ্চুরি করার পর সতীর্থ এবং দর্শকদের অভিবাদন গ্রহণ করার পর তিনি ব্যাটটি মাটিতে ফেলে দেন। আর এরপরেই করাত চালানোর মতো ভঙ্গি করেন। যা সাড়া ফেলে দেয় নেট দুনিয়ায়। তবে দিন শেষে এই সেলিব্রেশনের পেছনের রহস্য ফাঁস করলেন তিনি নিজেই। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মিথ বলেন এই সেলিব্রেশনের নেপথ্যে রয়েছে তার সতীর্থ মারনাস  লাবুশেন। দক্ষিন আফ্রিকান বোলার নখিয়ার ডেলিভারিতে আউট হন লাবুশেন। এরপর ড্রেসিংরুমে এসে লাবুশেন বলেন, ” মনে হচ্ছিল বলটা লাফিয়ে উঠে করাতের মতো বেরিয়ে গেল। ” আর এ কথার পর হাসাহাসি শুরু হয়ে যায় ড্রেসিং রুমে। তবে এতে রেগে যান লাবুশেন। আর এর পরেই স্মিথ বলেন সেঞ্চুরিক  করতে পারলে করাত চালানোর মতো সেলিব্রেট করবেন। 

এদিকে রেকর্ড গড়ার দিনে অবসর প্রসঙ্গেও কথা বলেন স্মিথ। ঘরের মাঠে পরবর্তী সিরিজগুলো খেলবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি  বলেন, ” অবসরের ব্যাপারে মাঝেমধ্যে অনেকে প্রশ্ন করে, তবে এই ব্যাপারটা আমি জানি না। একটা করে সিরিজ ধরে এগোতে চাই আর দেখতে চাই কেমন খেলছি। তবে ক্রিকেটটা আমি উপভোগ করছি,  প্রতিদিন এখনও উন্নতি করছি। কিন্তু সেটা আর কতদিন হবে তা জানি না। সময় সব কিছু বলবে। দেখা যাক। “

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করার পর আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা। ভারতের মতো পিচ বানিয়ে খেলছে, যাতে ভারতের মাটিতে সুবিধা করতে পারে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে স্মিথের রেকর্ডটা ভালোই। সেখানেও নিশ্চয়ই ব্যাট হাতে আলো ছড়াতে চাইবেন এই অজি তারকা।

Exit mobile version