BJ Sports – Cricket Prediction, Live Score

বোর্ডের দায়িত্ব হারানোর পর মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

Sourav Ganguly opens up after losing the responsibility of the board

ভারতীয় ক্রিকেটে এখন টক অব দ্যা কান্ট্রি সৌরভ গাঙ্গুলী। দ্বিতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে থাকছেন না সৌরভ । বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার রজার বিনি। এরপর থেকেই সৌরভকে কেন্দ্র করে চলছে আলোচনা।

ভারতীয় সংবাদ মাধ্যমের  তথ্য অনুযায়ী, রাজনৈতিক কারণে বিদায় নিতে হয়েছে সৌরভকে। গুঞ্জন আছে, ভারতীয় রাজনৈতিক দল বিজেপি তাকে বোর্ডের দায়িত্বে এনেছিল তাকে বা তার পরিবারের কাউকে রাজনীতিতে আনার জন্য। তবে সৌরভের রাজনীতিতে না আসার সিদ্ধান্তই এবার কাল হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের দাবি, বিজেপিতে যোগ না দেওয়াতেই সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

অন্যদিকে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে সৌরভকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ‘প্রশাসনিক সিদ্ধান্ত’ বলেই দাবি করা হচ্ছে। ব্যাপারটি ঘিরে আলোচনা সমালোচনা চলছেই। কিন্ত কি ভাবছেন কলকাতার মহারাজা? 

বোর্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর  বৃহস্পতিবার প্রথম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সৌরভ। সেখানে বেশ সাবলীল ভাবেই আলোচিত বিষয় নিয়ে কথা বলেন তিনি। সৌরভ বলেন,” আপনি সারা জীবন যেমন ক্রিকেট খেলবেন না, তেমনি সারা জীবন প্রশাসকও থাকতে পারবেন না। ক্রিকেটার ও প্রশাসক – দুটোই ছিলাম, তাই আমি মুদ্রার দুদিকই দেখেছি।”

ভারতের এই সাবেক অধিনায়ক আরও বলেন, ” করোনা ভাইরাসের মতো দুঃসহ সময়ে সফলভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের নারী ক্রিকেট দল রূপা জিতেছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে।”

সূত্রের খবর অনুযায়ী, সৌরভকে বিসিসিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়ার পর আইপিএলের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার কথা বলা  হয়েছিল। কিন্তু রাজি হননি সৌরভ।  

তবে ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী  আইসিসির চেয়ারম্যান পদের দায়িত্ব পেতে পারেন সাবেক এই অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দিন আইসিসির নির্বাচন। এবার দেখা যাক ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব হারানোর পর আইসিসির শীর্ষ পদে আসেন কি না প্রিন্স অব ক্যালকাটা।

Exit mobile version