BJ Sports – Cricket Prediction, Live Score

বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হলেন নাসিম

বেলুচিস্তান পুলিশের শুভেচ্ছাদূত হলেন নাসিম

ক্রিকেটে এখন ব্যস্ত সময় পার করছেন নাসিম শাহ। পাকিস্তান দলে তিন ফরম্যাটেই নিজের জায়গাটা পাকাপোক্ত করছেন ধীরে ধীরে। সেইসাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপ তো আছেই। এরমধ্যে আবার নতুন ভূমিকায় দেখা গেল নাসিমকে। তবে সেটা বাইশ গজের বাইরে, পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে। তারকা এই পেসারকে এখন থেকে দেখা যাবে, বেলুচিস্তানের ডেপুটি সুপারিন্টেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ভূমিকায়।

কোয়েটা পুলিশের সদর দপ্তরে এক অনুষ্ঠানের আয়োজন করে, নাসিমকে এই দায়িত্ব তুলে দেয় কর্তৃপক্ষ। নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতিও জানালেন পাকিস্তানি পেসার। অনুষ্ঠানে নাসিম জানান, ছোটবেলায় পুলিশকে ভয় পেতেন তিনি। এমনকি ছোটবেলায় বাবা-মা তাকে পুলিশের ভয়ও দেখাতেন। বড় হওয়ার পর ধীরে ধীরে সেই ভয়টা কেটেছে। এখন স্বয়ং পুলিশের হয়ে কাজ করার সুযোগও পেলেন তিনি। এই কাজে নিযুক্ত সবার কষ্টও উপলব্ধি করেছেন তিনি।

অনুষ্ঠানে নাসিম বলেন, ” ছোটবেলায় যখন দুষ্টামি করতাম, তখন বাবা-মা পুলিশের ভয় দেখাতেন। তখন পুলিশকে খুব ভয় পেতাম। তবে এখন বড় হয়ে গেছি। সেই ভয়টা আর নেই। এই বাহিনী অনেক পরিশ্রম করে। দেশের মানুষকে নিরাপদ রাখতে সার্বক্ষণিক সেবা দিয়ে থাকেন। জীবনের ঝু্কি নিয়ে তারা মানুষের উপকার করেন। আমরা তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করতে পারি না। সকল পুলিশের প্রতি আমার শ্রদ্ধা আর সম্মান জানাই। “

অবশ্য ক্রিকেটারদের আইনশৃঙ্খলা বাহিনীর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার ঘটনা, এবারই প্রথম নয়। বিশ্বের অনেক দেশের ক্রিকেট তারকাদের এই কাজে নিযুক্ত থাকার নজির আছে। খোদ পাকিস্তানেও দেখা গেছে এমন ঘটনা। ২০২২ সালে দেশটির আরেক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে শুভেচ্ছা দূত বানায়, খায়বারপাখতুন পুলিশ। সেসময় সবার কাছে ব্যাপক প্রশংসা কুড়ান শাহিন।

এদিকে পুলিশের শুভেচ্ছাদূত হওয়ার পর কিছুদিনের মধ্যেই মাঠে নেমে পড়বেন নাসিম। কয়েকদিন আগে খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। সেখান থেকে নিজ দেশে ফিরে গেছেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে। এরমধ্যে আবার সতীর্থের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত হয়েছেন তিনি। শুক্রবার শাহিনের বিয়েতে বাবর আজম, সরফরাজ আহমেদদের সঙ্গেও দেখা গেছে তাকে।

Exit mobile version