BJ Sports – Cricket Prediction, Live Score

বেতন কম না নিলে, চাকরি ছাড়ার নির্দেশ নাজাম শেঠির

বেতন কম না নিলে, চাকরি ছাড়ার নির্দেশ নাজাম শেঠির

If the salary is not reduced, Najam Shetty orders to quit

রমিজ রাজার পরিবর্তে পিসিবির নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি। দায়িত্ব হাতে পেয়েই বেশ কিছু পরিবর্তন  এনেছেন সদ্য দায়িত্ব পাওয়া এই চেয়ারম্যান। নির্বাচন কমিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবর্তন এনেছেন তিনি। এবার বোর্ড কর্মকর্তাদের বেতন কমানোর কথাও বললেন শেঠি। আর সেটা সম্ভব না হলে চাকরি ছাড়ার নির্দেশও দিয়ে দিলেন নতুন এই চেয়ারম্যান। 

পাকিস্তান সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মাসিক বেতন দেখে রীতিমতো অবাক  হয়ে গেছেন নাজাম শেঠি। বোর্ডের দায়িত্ব পেয়েই তাই এই ব্যাপারে কাজ শুরু করেছেন শেঠি। নতুন বোর্ড প্রধানের মতে, বোর্ড কর্তাদের এই বিপুল পরিমাণ বেতন না কমালে পাক বোর্ডের কোষাগার খালি হয়ে যাবে। তাই কর্মকর্তাদের বেতন কমানোর কথা বলেছেন শেঠি। 

পাকিস্তান ক্রিকেট  বোর্ডের প্রধান নির্বাহী ফয়সাল হাসনাইনের মাসিক বেতনই প্রায় ২৬ লাখ পাকিস্তানি রুপি। তার বেতন ৪০ শতাংশ কমানোর কথা বলেছেন নাজাম শেঠি। বেতন কমানোর পক্ষে রাজি না হলে চাকরি ছাড়ার কথাও বলেন তিনি।

বেতন কমানোর কথা বলা হয়েছে পিসিবির আরও কয়েক কর্মকর্তাকে। উচ্চ বেতনে চাকরি করা এই সব কর্মকর্তারা যদি ৩০ থেকে ৪০ শতাংশ বেতন কম না নেয়, তবে তাদের চাকরি ছেড়ে দিতে বলেছেন শেঠি। আর তাদেরকে এই সিদ্ধান্ত নিতে সময় দিয়েছেন এক সপ্তাহ। আর যদি চাকরি ছেড়ে দেয় তাহলে তিন মাসের বেতন দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন শেঠির নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চাকরি ঝুঁকিতে আছেন আরও কয়েক জন সদস্যে। প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুরতাজা  মাসিক বেতন ১৪ লাখ ১২ হাজার ৯৮০ রুপি। হাই পারফরম্যান্স ডিরেক্টর নাদিম খানের বেতন ১৪ লাখ ৭২ হাজার ৫০০, ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশনস ডিরেক্টর জাকির খানের ৯ লাখ ৬১ হাজার ৬৬৩, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর সামি উল হাসানের ১৩ লাখ ৯৩ হাজার ৯৯৯ রুপি।  পাক ক্রিকেট বোর্ডে ২০১৪ সালের গঠনতন্ত্র অনুসারে কোনো সিইও পদ নেই। তবে গত বছর আইসিসিতে প্রধান অর্থ কর্মকর্তা হাসনাইনকে পাক বোর্ডের সিইও করা হয়। তার বেতন প্রতি মাসে ২৫ লাখ ৯৩ হাজার ৭৫০ পাকিস্তানি রুপি। 

দায়িত্ব হাতে পেয়েই সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন শেঠি।  এরমধ্যে তার সাথে সাবেক বোর্ড প্রধান রমিজ রাজার কথার লড়াই ও বেশ জমে উঠেছে। রমিজ এবং ইমরান খান পাকিস্তান ক্রিকেট বোর্ড ধ্বংস করেছেন বলেও অভিযোগ করেছেন শেঠি। অন্যদিকে রাজনৈতিক কারনে রমিজকে সরিয়ে শেঠিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান করা হয়েছে বলে অভিযোগ করেছেন রমিজ। দেখা যাক শেঠির নেতৃত্বে কতোটা সফল হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

Exit mobile version