BJ Sports – Cricket Prediction, Live Score

বিসিসিআইয়ের সভাপতির পদে থাকছেন না সৌরভ গাঙ্গুলী!

বিসিসিআইয়ের সভাপতির পদে থাকছেন না সৌরভ গাঙ্গুলী!

কয়েক দিন আগেই খবর রটেছিলো আইসিসির পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছে ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের ( বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। তবে সেই গুঞ্জনে জল ঢেলে দিয়ে কলকাতার মহারাজা জানান বিষয়টি তার হাতে নেই।

এখন দ্বিতীয়বারের জন্য বিসিসিআইয়ের সভাপতির পদে সৌরভের থাকা না থাকা নিয়ে চলছে গুঞ্জন। আর এর মধ্যেই জানা গেল আসন্ন বিসিসিআই নির্বাচনে লড়বেন না বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। তার পরিবর্তে বিসিসিআইয়ের সভাপতি পদে নাম এসেছে ভারতের সাবেক ক্রিকেট রজার বিনির। 

বিভিন্ন সময় সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। বিশেষ করে বিজিপিতে যোগ দিচ্ছেন সৌরভ এমন খবর বেশ কয়েকবার চাউর হয়। অনেকে মনে করেন ভবিষ্যতে সৌরভ বিজেপির রাজনীতিতে যোগ দিবেন তার বিনিময়েই তাকে বিসিসিআই এর পদে বসিয়েছে ক্ষমতাসীন দল।

১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিসিআইয়ের নির্বাচন। তার আগে বৈঠক করেছে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন সৌরভ ছাড়াও বোর্ডের সচিব জয় শাহ, সহসভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধুমল এবং বোর্ডের প্রাক্তন সভাপতি শ্রীনিবাস। আর এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসন্ন নির্বাচনে বোর্ড সভাপতির পদে লড়বেন না সৌরভ।

সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের এবারের সভাপতির লড়াইয়ে এগিয়ে আছেন রজার বিনি। ১২ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার কথা আছে। আর সেখানে কর্ণাটক রাজ্য ক্রীড়া সংস্থা তাদের প্রতিনিধি হিসেবে নাম পাঠাবে বিনির। 

 ভারতীয় সংবাদ মাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী বিসিসিআইয়ের বর্তমান সচিব জয় শাহও আসন্ন নির্বাচনে সভাপতির পদে লড়বেন না। তিনি পুনরায় বোর্ডের সচিব পদেই লড়বেন।

বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন সৌরভ। দুর্গাপূজার মধ্যেই সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলী অসুস্থ হয়ে যান। হাসপাতালে দৌড়ঝাপ করেই সময় কেটেছে তার। তবে বিসিসিআই এর সভাপতি পদে থাকা নিয়ে এখনো মুখ খোলেননি তিনি। আর কয়েক দিন পরেই জানা যাবে কি আছে সৌরভের ভাগ্যে।

Exit mobile version