BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাট করবেন লিটন দাস

বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাট করবেন লিটন দাস

বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাট করবেন লিটন দাস

দরজায় কড়া নাড়ছে টিটোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবরের ১৬ তারিখে পর্দা উঠবে ক্রিকেটের এই মেগা ইভেন্টের। এশিয়া কাপের ব্যর্থতা শেষে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে টিম বাংলাদেশ৷ তবে বিশ্বকাপের দলে বেশ কিছু পরিবর্তনের আভাস পাওয়া গেছে। 

এশিয়া কাপের ব্যর্থতার পর আসন্ন বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক টিটোয়েন্টি থেকে অবসরের ঘোষনা দেন মুশফিকুর রহিম। তাই তার জায়গায় লিটনকে খেলানোর আভাস দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। টিটোয়েন্টিতে বাংলাদেশের হয়ে নম্বরে ব্যাট করতেন মুশফিক। তিনি না থাকায় এমন পজিশনে অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য কাউকে দরকার। তাই এই পজিশনের জন্য এখন লিটনকেই যোগ্য ভাবছেন টিম ম্যানেজমেন্ট। 

বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন ” বিশ্বকাপে ওপেনিংয়ে না নামিয়ে লিটন দাসকে চারে নামানোর চিন্তাভাবনা চলছে টিম ম্যানেজমেন্টের। আমরা লিটনকে চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।সিদ্ধান্ত নেওয়ার আগে লিটনের মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। নান্নু আরো বলেন,” লিটন ওপেনিংয়ের সিদ্ধান্ত কীভাবে নেয়, কী ভাবছে ; সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে বিষয়ে কথা বলব।

বাংলাদেশের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও দলে এমন পরিবর্তন চান বলে জানান নান্নু। তিনি বলেন,” লিটনকে ব্যাট করতে দেখে শ্রীরাম বলেছেন, চার পাঁচ নম্বরে লিটনআফিফের মত ব্যাটার প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে। ওদের পাওয়ার হিটিংও বেশ ভালো।

উল্লেখ্য ইনজুরির কারনে এবার এশিয়া কাপের দল থেকে ছিটকে যান লিটন। দেশে পুনর্বাসন প্রক্রিয়া শেষে অনেকটাই সুস্থ তিনি। ইতোমধ্যে ব্যাট হাতে অনুশীলনেও দেখা গেছে তাকে। আর জিমে নিয়মিত ঘাম ঝরিয়ে নিজের ফিটনেস ঠিক রাখছেন এই ওপেনার। দেখা যাক এবার বিশ্বকাপে, মাঠের ২২ গজে কতোটা আলো ছড়াতে পারেন তিনি।

Exit mobile version