BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে রোহিতরা ফেভারিট নয়ঃ রুদ্রপ্রতাপ

বিশ্বকাপে রোহিতরা ফেভারিট নয়ঃ রুদ্রপ্রতাপ

এবার ৮ম বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতো গিয়েছিল ইন্ডিয়া। কিন্ত রোহিত শর্মার দলের সেই আশা পূরন হয়নি। এশিয়া কাপের সুপার ফোর থেকে ভারতের ছিটকে যাওয়ার পর ঘুরেফিরে একটিই প্রশ্ন, আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে দলটি?

তবে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেভারিটের তালিকায় রাখতে পারছেন না দেশটির হয়ে ২০০৭ সালের টিটোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার রুদ্রপ্রতাপ সিং। সাবেক এই তারকা মনে করছেন, এশিয়া কাপে রোহিত শর্মারা যেমন খেলেছেন, তাতে এদের কাছে খুব বেশি কিছু আশা করা যাচ্ছে না।

রুদ্রপ্রতাপ বলেন, ‘এশিয়া কাপে ব্যর্থতার পরে ভারতকে টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের দাবিদার বলা যাবে না। কারণ, বিশ্বকাপে আরো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে।

তবে বিশ্বকাপে ভালো খেলার জন্য ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের দরকার মনে করছেন না রুদ্রপ্রতাপ। তিনি বলেন, ‘ভারত বিশ্বকাপ জিততে চাইলেও দলে বেশি বদল করতে হবে না। বিশ্বকাপে যারা খেলবে, তাদেরকে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে হবে। ১১ জন ক্রিকেটারকে ধারাবাহিক খেলালে ভালো ফল আসবে।

এদিকে এশিয়া কাপে ভরাডুবির পর আবার মাঠে নামছে ভারত। অস্ট্রেলিয়ার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে ইতোমধ্যে মোহালিতে পৌছেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার শুরু হবে দুই দলের প্রথম ম্যাচ। এই সিরিজকে ভারতের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে সবাই।

Exit mobile version