BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে ভারতকে ভালো করার পরামর্শ দিলেন শচীন টেন্ডুলকার 

বিশ্বকাপে ভারতকে ভালো করার পরামর্শ দিলেন শচীন টেন্ডুলকার 

অস্ট্রেলিয়ার মাটিতে চলছে  টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। চোটের কারনে বিশ্বকাপের এবারের আসরে ভারতীয় দলে নেই ভারতের অন্যতম প্রধান বোলিং অস্ত্র যশপ্রীত বুমরা। যা ভারত শিবিরের জন্য অনেক বড় ধাক্কা। বুমরার জায়গায় দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি। বুমরার বদলে মোহাম্মদ শামিই সবচেয়ে যোগ্যতম পরিবর্তন বলে জানালেন ভারতীয় ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার। 

গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শচীন। বুমরাকে নিয়ে কথা বলার পাশাপাশি ভারতীয় দলকে দিলেন পরামর্শও। শচীন  বলেন, “বুমরার না থাকা বড় ক্ষতি। ভারতের প্রধান স্ট্রাইক বোলার ও। সত্যিকারের একজন জোরে বোলার, যে ব্যাটারদের উপর দাপট দেখিয়ে উইকেট পেতে পারে। তবে শামি প্রমাণ করে দিয়েছে ও বুমরার আদর্শ পরিবর্ত হতে পারে।”

ভারতের তরুন বোলার অর্শদ্বীপ সিং। বিশ্বকাপের আসরে অর্শদ্বীপকেও গুরুত্বপূর্ণ মনে করছেন শচীন। তিনি বলেন, ” অর্শদ্বীপ সবসময় একটা পরিকল্পনা নিয়ে নামে। যেটা ঠিক মনে করে সেটাই করে দেখায়। এই ফরম্যাটে এটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটাররা সবসময় শট মারার জন্য মুখিয়ে থাকে। তখন নতুন ধরনের বোলিং করতেই হয়। পরিকল্পনা থাকলে সেটা সম্ভব।”

বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার মাঠ বড়। তাই সে পারিবেশে খেলা নিয়ে রোহিতদের পরামর্শও দেন তিনি। শচীন বলেন, “বল যেদিকে ঘুরছে, সে দিক মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কমই ব্যাটার রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে যেতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা তার উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো উচিৎ। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে।”

বাঁ হাতি ব্যাটাররা দলে  আলাদা মাত্রা যোগ করে জানিয়ে এই মাস্টার ব্লাস্টার বলেন ” দলের প্রথম দু’-তিন জন ব্যাটারকে নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। তবে গোটা দলকে ঐক্যবদ্ধ ভাবে খেলতে হবে এবং দলের জন্য যেটা ভালো সেটাই করতে হবে।”

বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে আগামী শনিবার। আর সেদিনই প্রথম মাঠে নামবে রোহিতরা। বিপক্ষ দল হিসেবে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। পাকিস্তানের বিপক্ষে ঋষভ পন্থকে খেলানোর পরামর্শও দিয়েছেন এই ক্রিকেট কিংবদন্তি।

Exit mobile version