BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপে বাংলাদেশি কিশোরীদের স্বপ্নভঙ্গ

বিশ্বকাপে বাংলাদেশি কিশোরীদের স্বপ্নভঙ্গ

২০২০ সালে অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ। পুরুষদের সেই সাফল্য অনুপ্রেরণা হয়ে কাজ করেছে নারীদের ক্রিকেটেও। স্বপ্ন দেখিয়েছে বিশ্বজয়ের। শুরুটাও হয়েছে চমক জাগানিয়া। অস্ট্রেলিয়াকে হারিয়ে নারী অনুর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নে বীজ বুনে দেন বাঘিনীরা। অবশ্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর আগেই স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশি কিশোরীদের বিশ্বকাপ যাত্রাটা দারুণ গতিতে এগিয়ে যাচ্ছিলো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে ওঠে তারা। কিন্তু সেখানে গিয়ে আর পেরে উঠল না বাংলাদেশ। সুপার সিক্সেও অবশ্য সংযুক্ত আরব আমিরাতকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু তাতেও আর লাভ হলো কই? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারটাই বাঘিনীদের স্বপ্নভঙ্গের কারণ হয়ে গেল।

সুপার সিক্সে বাংলাদেশের সমীকরণটা এমন ছিলো যে, অন্যান্য দলগুলোর মতো সমান পয়েন্ট নিয়েও কপাল পুড়েছে। কারণ সমান ৬ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত এবং বাংলাদেশ। কিন্তু শক্তিশালী দল দুটি থেকে রান রেটে পিছিয়ে পড়েছে বাঘিনীরা। যে কারণে, সুপার সিক্সেই থেমে যায় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। প্রোটিয়াদের বিপক্ষে সেই হারে, অল্পের জন্য যাওয়া হলো না স্বপ্নের সেমিফাইনালে।

বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দে থাকার পরেও চূড়ান্ত সাফল্য না পেয়ে হতাশ বাংলাদেশি কিশোরীরা। তবে ভেঙে না পড়ে পুরনো স্বপ্ন নিয়ে, নতুন উদ্যমে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক  দিশা বিশ্বাস। তিনি বলেন, ” আমরা সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। ভাগ্য আমাদের সহায় হয়নি। আমরা আরো শক্তিশালী হয়ে ফিরতে চাই। “

অবশ্য বাঘিনীদের সামনে ফিরে আসার সুযোগ আর সম্ভাবনা দুটোই আছে। এবারের বিশ্বকাপে নিজেদের শক্তি আর সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ব্যাটে – বলে। অর্জনের ঝুলিতে আছে, পরাক্রমশালী অস্ট্রেলিয়ার মতো দলকে বিশ্বমঞ্চে হারানো। বয়সভিত্তিক দলের এই বিশ্বকাপটি হয়েছে প্রথমবার। তাই তো, আগামী আসর থেকে নিজেদের আরো সেরা রূপে তুলে ধরার প্রত্যয় কিশোরীদের।

Exit mobile version