BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের আগে মিডল অর্ডার নিয়ে বাবর আজমের দুশ্চিন্তা

বিশ্বকাপের আগে মিডল অর্ডার নিয়ে বাবর আজমের দুশ্চিন্তা

আর মাত্র কয়েক দিন এর পরেই ক্রিকেট বিশ্ব বুদ হবে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে। শেষ মুহুর্তে এসে প্রত্যেকটি দল নিজেদের টিম গুছিয়ে নিচ্ছে। দলের দুর্বলতা ঘষেমেজে ঠিক করে নিচ্ছে। তবে বিশ্বকাপের আগেই কপালে দুশ্চিন্তার ভাজ পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কপালে। 

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফর করেছে ইংল্যান্ড ক্রিকেট দল। তাও আবার ব্যতিক্রমী এক সিরিজ খেলতে। ম্যাচের টিটোয়েন্টিতে সিরিজে দুদলের লড়াইটা হয়েছে সমানে সমান। আজ পাকিস্তান এগিয়ে, তো কাল ইংল্যান্ড এগিয়ে। ষষ্ঠ টিটোয়েন্টি শেষেও সিরিজের অবস্থা সমতায়। তাই তো সপ্তম ম্যাচটি হয়েছে অঘোষিত ফাইনাল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের শেষ ফাইনাল ম্যাচে দাপুটে ক্রিকেট খেলে ৬৭ রানের দাপুটে জয় তুলে নেয় ইংলিশরা। ইংলিশদের দেওয়া ২০৯ রান লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছে পাকিস্তান। ম্যাচ শেষে এমনটা স্বীকারও করলেন অধিনায়ক বাবর আজম।

মিডল অর্ডার নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাবর বলেন, ‘আমাদের মিডল অর্ডার নিয়ে আরো কাজ করতে হবে। মিডল অর্ডারের চাপটা আমাদের (ওপেনার) উপরও পড়ে। নিয়ে কোচদের সঙ্গে কথা হচ্ছে। আসলে এই সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। টিটোয়েন্টি সংস্করণে আমাদের আরো উন্নতি করতে হবে।তবে দলের বোলিং নিয়ে সন্তুষ্ট পাকিস্তান অধিনায়ক। প্রসঙ্গে বাবর বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ ভালো। হারিস ভালো বোলিং করছে। প্রতিদিনই সে উন্নতি করছে।

বিশ্বকাপের আগে পাকিস্তান দলকে গুছিয়ে নিতে আরো একটি সিরিজ পাচ্ছে বাবর আজমরা। সামনেই রয়েছে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ। সেখানে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। এরপর বিশ্বকাপ খেলতে যাবেন বাবররা। ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

Exit mobile version