BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে সুসংবাদ 

Good news in the Pakistan camp ahead of the World Cup

বেজে গেছে বিশ্বকাপের দামামা।কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের অষ্টম আসরটিতে মোট অংশ নেবে ১৬ টি দল। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো ইতিমধ্যেই তাদের প্রস্তুতি সেরে ফেলেছে। নিজেদের প্রস্তুতি সেরে ফেলেছে পাকিস্তানও। 

তবে পাকিস্তান শিবিরে এবার এসেছে সুসংবাদ। পাকিস্তানের অন্যতম প্রধান বোলিং অস্ত্র শাহিন শাহ আফ্রিদি যুক্ত হচ্ছেন পাকিস্তান দলে। পাক শিবিরের জন্য এই সুসংবাদ দিলেন আফ্রিদি নিজেই।

চোটের জন্য সবশেষ এশিয়া কাপে খেলতে পারেননি আফ্রিদি। আসন্ন বিশ্বকাপে সেরাটা পেতে বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজেও রাখা হয়নি আফ্রিদিকে। এবার বিশ্বকাপের আগে পাকিস্তান দলে ফেরার কথা জানালেন তিনি নিজেই।

আগের চেয়েও বেশি ফিট আছেন জানিয়ে আফ্রিদি বলেন,” টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বকাপে আমি আমার ভূমিকা পালন করতে চাই। সত্যি বলতে, আমি এখন আগের চেয়েও বেশি ফিট এবং পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছি।” 

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নিয়ে কষ্টও প্রকাশ করেছেন এই পেস বোলার। তিনি বলেন, ” লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা আমার জন্য কষ্টকর ছিল। বিশেষ করে যে দলকে আমি এত ভালোবাসি, সেই পাকিস্তানের জার্সিতে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে না পারা কঠিন ছিল।

১৬ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের। পাকিস্তানকে ভোগাচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ডেথ ওভারের বোলিং৷ আফ্রিদি দলে ফেরায় বাবর আজমের কপালে চিন্তার ভাজ কমল।

পূর্ণ ছন্দে থাকা নিয়ে আফ্রিদি আরও বলেন, “গত ১০ দিন ধরে আমি পূর্ণ ছন্দে এবং রান আপে সামস্যা ছাড়াই থেকে ১০ ওভার করে করতে পারছি। নেটে আমি ব্যাটিং এবং বোলিং অনুশীলন দারুণ উপভোগও করছি। তবে ম্যাচ সিচুয়েশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আর আমি সেটারই অপেক্ষায় আছি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় গল টেস্টে ইনজুরিতে পড়েন আফ্রিদি। এরপর দলের সাথে থেকেই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। পরে চিকিৎসার জন্য ইংল্যান্ডে নেয়া হয় এই পেসারকে।চোট কাটিয়ে মাঠের ২২ গজে আলো ছড়াবেন আফ্রিদি এমন প্রত্যাশা তার ভক্ত, সমর্থকদের।

Exit mobile version