BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের আগেই সতর্কবার্তা দিলেন শাহিন আফ্রিদি

বিশ্বকাপের আগেই সতর্কবার্তা দিলেন শাহিন আফ্রিদি

বলা হয়ে থাকে, যুগে যুগে পেসার তৈরির আঁতুড়ঘর পাকিস্তান। বর্তমান সময়েও দেশটির বোলিং লাইনআপে রয়েছে শাহিন শাহ আফ্রিদির মতো বিশ্ব-কাঁপানো পেসার। বাইশ গজে ব্যাটসম্যানদের জন্য রীতিমতো ত্রাসের নাম শাহিন! কিন্তু চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। সুস্থ হয়ে ফিরবেন টিটোয়েন্টি বিশ্বকাপে।

১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া এই আসরে নামার আগেই ব্যাটসম্যানদের প্রতি একটি সতর্কবার্তাই যেন দিয়ে রাখলেন শাহিন। তবে সরাসরি নয়, ইঙ্গিতে। ইন্সটাগ্রামে একটি ছবি প্রকাশ করে শাহিন লিখেন, ‘ঝড়ের আগে শান্ত অবস্থা।তাতেই বুঝা যায়, বিশ্বকাপ মাতাতে কতটা মুখিয়ে আছেন তারকা এই পেসার।

এদিকে পায়ের চোটের কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকলেও, পাকিস্তান দল থেকে বিচ্ছিন্ন হননি শাহিন। দলের সঙ্গে ছিলেন এশিয়া কাপেও। পাশাপাশি চলেছে তার পুনর্বাসন কার্যক্রমও। এরমধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে এবং নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে শাহিনকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

এতদিন পাকিস্তানের বোলিং লাইনআপে শাহিনের অনুপস্থিতি, বেশ ভুগিয়েছে দলকে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন শাহীন দলে ফিরলে, দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে অধিনায়ক বাবর আজমের। ফর্মে থাকলে যেকোনো প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ একাই গুড়িয়ে দিতে পারেন বিধ্বংসী এই তরুণ পেসার। দেখা যাক মাঠের ২২ গজে বল হাতে কতোটা আলো ছড়ান পাকিস্তানের এই তারকা পেসার।

Exit mobile version