BJ Sports – Cricket Prediction, Live Score

বিশ্বকাপের আগেই ভারতকে হুংকার দিলেন রমিজ

বিশ্বকাপের আগেই ভারতকে হুংকার দিলেন রমিজ

২০২১ সালের টিটোয়েন্টি বিশ্বকাপের আগে যেন একটি অলিখিত নিয়ম ছিল, বিশ্বকাপের আসরে ভারতপাকিস্তান মুখোমুখি হওয়া মানেই ভারতের জয়। গত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে সেই পরাজয়ের বৃত্ত থেকে বের করে আনে বাবর আজম। তার নেতৃত্বেই সংযুক্ত আরব আমিরাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় পাকিস্তান।

এই তো কয়েকদিন আগে এশিয়া কাপেও ভারতকে হারিয়েছে বাবর আজমের দল। এবার অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে লড়বে এই দুই এশিয়ান জায়ান্ট। সেই লড়াইয়ে নামার আগেই ভারতকে হুংকার দিয়ে রাখলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

বিশ্বকাপে ভারতপাকিস্তান লড়াইয়ের বাকি এখনো প্রায় সপ্তাহ দুয়েক। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মাঠের বাইরের উত্তাপ। এরমধ্যে ভারতকে খোঁচা দিয়ে রমিজ জানান, হঠাৎ করে পাকিস্তান দলকে গুরুত্ব দিতে শুরু করেছেএকশো কোটি ডলারেরভারত। কারণ, তারা জানে পাকিস্তান এখন তাদের হারাতে পারে।

এক সাক্ষাতকারে রমিজ বলেন, ‘ভারতপাকিস্তান ম্যাচে দক্ষতার চেয়ে মানিসক সক্ষমতার দরকার বেশি। মানসিকভাবে শক্ত হয়ে হাল না ছাড়লে, একটি ছোট দলও বড় দলকে হারাতে পারে। পাকিস্তান বরাবরই ভারতের চেয়ে পিছিয়ে থেকে মাঠে নামতো। তবে এখন ভারত আমাদের সমীহ করছে। কারণ, আমরা তাদের হারাচ্ছি।

 পিসিবি সভাপতি আরো বলেন, ‘পাকিস্তান দলের কৃতিত্ব প্রাপ্য। ওরা প্রমাণ করে দিয়েছে যে, একশো কোটি ডলারের দলকেও হারাতে পারে। আমি নিজে বিশ্বকাপ খেলেছি। কখনো ভারতকে হারাতে পারিনি। কিন্তু এই দলটা ভারতের থেকে কম শক্তিশালী হওয়া সত্ত্বেও দারুণ লড়াই করেছে। ওদের প্রশংসা করা উচিৎ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিন আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজ জিতে বেশ ফুরফুরে মেজাজে ভারত। ইতোমধ্যে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌছেছে রোহিত বাহিনী। অন্যদিকে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দারুন ফর্মে বাবর আজমের দল। সিরিজের দুই ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের সাথে।

Exit mobile version