BJ Sports – Cricket Prediction, Live Score

বিরাট কোহলি আরো ৩০ – ৩৫টি সেঞ্চুরি করবে! 

The poster boy of Indian cricket Virat Kohli's arrival on the field meant a half century or a century.

Virat Kohli will score 30-35 more centuries! 

একটা সময় ভারতীয় ক্রিকেটের পোস্টারবয় বিরাট কোহলির মাঠে নামা মানেই ছিল হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি। ব্যাট হাতে কোহলি যেন ক্রিকেট মাঠকে ক্যানভাস বানিয়ে  মোনালিসা আঁকতেন। সেই কোহলিই কি না বর্তমান সময়ে দেখছেন মুদ্রার অন্য পিঠ। প্রায় তিন বছর কোহলির ব্যাট থেকে আসেনি কোনো সেঞ্চুরি। 

সেঞ্চুরি খরাটা কালের পরিক্রমায় এবার রূপ নিয়েছে রান খরায়। পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা কোহলি এবার অফফর্মের কারণে বারবার বিদ্ধ হচ্ছেন সমালোচনার তীরে। কোহলির অফ ফর্ম এতোই বাজে আকার ধারণ করেছে যে সাবেক অনেক তারকাই তাকে দল থেকে বাদ দেয়ার পরামর্শ দিচ্ছেন। আবার অনেকেই দিচ্ছেন ফর্মে ফেরার টোটকা। 

কোহলির এই বাজে সময়ে এবার তার পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা। তিনি মনে করেন, কোহলির এখনো ৩০ থেকে ৩৫টি সেঞ্চুরি করার ক্ষমতা আছে। শেয়ারচ্যাটের অডিও চ্যাটরুম সেশনে উথাপ্পা বলেন, যখন ও (কোহলি) রান করছিল, যখন সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকাচ্ছিল, তখন কেউ ওকে কীভাবে খেলতে হবে, বলে দেননি।

উথাপ্পা আরো বলেন ”  আমি মনে করি না, ওকে কিভাবে খেলতে হবে, সে কথা বলার অধিকার এখনো আমাদের আছে। ও অনেক রান করেছে। নিজের ক্ষমতায় সে ৭০টি সেঞ্চুরি করেছে। সে নিজের ক্ষমতায় আরো ৩০ – ৩৫টি সেঞ্চুরি করবে।’

সমস্যার সমাধানও কোহলি করতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করে উথাপ্পা আরো বলেন, ‘আমাদের শুধু কোহলিকে একা ছেড়ে দিতে হবে, ওকে ক্রিকেট খেলতে দিতে হবে। ও জানে ওর জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। আমার বিশ্বাস, একবার সে তার সমস্যাটা বুঝে উঠতে পারলে, সে সমাধান নিজেই করতে পারবে।’

Exit mobile version