BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএল মাতাতে বাংলাদেশে এলেন রাসেল – নারাইন

বিপিএল মাতাতে বাংলাদেশে এলেন রাসেল - নারাইন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে তারকা সংকট হবে, তা আগে থেকে জানতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য সেই সংকটের যথেষ্ট কারণও আছে। বিপিএলের সঙ্গে একই সময়ে চলছে দক্ষিণ আফ্রিকার এসএটি২০ লিগ এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। তবে এবার বিপিএলের শেষদিকে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের মতো তারকাদের দেখা মিলছে। তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে শুরুর তুলনায় গ্লামারাস হচ্ছে বিপিএল। 

যেকোনো ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের রাজত্ব, তা সবারই জানা। তবে এবারের বিপিএলে শুরুর দিকে খেলতে আসেননি কোনো বড় নাম। যেখানে আগের আসরগুলোতে দেখা গেছে ক্রিস গেইল, কাইরন পোলার্ডের মতো তারকা ক্রিকেটারদের। এবারও সেই চাহিদা পূরণ হচ্ছে, তবে সেটা টুর্নামেন্টের শেষদিকে। কুমিল্লার ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন রাসেল এবং নারাইন।

কুমিল্লার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাসেল এবং নারাইনকে দলে ভিড়িয়েছে তারা। ইতোমধ্যে এই দুই তারকা ক্রিকেটার ঢাকাতে পা ও রেখেছে।  শুধু এই দুই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিকেটারই নয়, আরো বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দলটি। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা টুর্নামেন্টের শুরুতেও দেশি – বিদেশি তারকার সমন্বয়ে শক্তিশালী দল গড়ে। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই একের পর এক তারকা খেলোয়াড় হারায় তারা। পিএসএল এর কারনে  পাকিস্তানি ক্রিকেটাররাও  ফিরে যাচ্ছে তাদের দেশে।

১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে অংশ নেওয়ার জন্য, দেশটির ক্রিকেটারদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণেই দেশে ফিরে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, খুশদীল শাহ, নাসিম শাহ, হাসান আলীরা। যারা সবাই কুমিল্লা দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দলের জয়েও এসব ক্রিকেটারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রায় প্রতি ম্যাচেই।

এবারের বিপিএলের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি কুমিল্লা। প্রথম তিন ম্যাচে হেরে, অনেকটা ব্যাকফুটে চলে যায় দলটি। তবে সেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছে তারা। টানা সাত ম্যাচে জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের দল। শুধু ম্যাচ জিতেছেন তা নয়, ইতোমধ্যে টুর্নামেন্টের প্লে – অফও নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা। তাই তো শিরোপা ধরা রাখার স্বপ্ন চাঙ্গা হয়েছে দলটির। শেষদিকে রাসেল – নারাইনদের যুক্ত হওয়া, কুমিল্লাকে শক্তি বাড়াবে। দেখা যাক এবার মাঠের ক্রিকেটে কেমন খেলেন টি টোয়েন্টির এই দুই ফেরিওয়ালা।

Exit mobile version