BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএল বিতর্কঃ ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির  কবলে সুজন

বিপিএল বিতর্কঃ ড্রেসিংরুমে ধূমপান করে শাস্তির  কবলে সুজন

BPL Controversy: Sujan fined for smoking in the dressing room

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএলযেন খেলার থেকেও বেশি বিতর্ক তৈরির মঞ্চ৷ অনেকে এখন এটাকে মজা করে, বিনোদন লিগও বলেন। চলতি বিপিএলের আসরে একের পর এক বিতর্কিত কর্মকান্ডে নেচিবাচক কারনে বারবার খবরের শিরোনাম হচ্ছে বিপিএল। বিপিএলের খেলা চলাকালীন সময়ে  ড্রেসিংরুমে ধূমপান করে সমালোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

তার ধূমপানের দৃশ্য ক্যামেরাবন্দী হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। এরপর থেকেই সুজনকে ঘিরে আলোচনা সমালোচনা চলছেই। ক্রিকেট থেকে অবসর নিলেও জাতীয় দলের সঙ্গে এখনও যুক্ত তিনি। আর ড্রেসিংরুমে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে তিনি এই কাজ করায় তাকে পেতে হতে পারে শাস্তি। 

ঘটনার সময়ে বিপিএলে  চলছিল খুলনা এবং বরিশালের ম্যাচ। জাতীয় দলের এই সাবেক অধিনায়ক খুলনা টাইগার্সের কোচিংয়ের দায়িত্বে আছেন। সেখানেই ম্যাচ চলাকালীন সময়ে তাকে ধূমপান করতে দেখা যায়।  ক্রিকেটারদের সামনে এভাবে ধূমপান করা ক্রিকেটীয় রীতিনীতির বাইরে। ড্রেসিংরুমে সুজনের এই কর্মকান্ডের পর গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করেন  বরিশালখুলনা ম্যাচের রেফারি সাবেক ক্রিকেটার দেবব্র পালের সঙ্গে। কিন্তু ব্যপারে তিনি তখন কিছুই বলেননি। 

দেবব্রত শুধু জানান স্টেডিয়াম থেকে খেলা শেষ করে ফেরার পথে তিনি মোবাইলে ভিডিওটি দেখেছেন। কিন্তু তখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি। দেবব্রত  বলেন, ” আমি শুধু ভিডিওটি দেখেছি। বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করতে পারব না। তবে ড্রেসিং রুমে ধূমপান করা অবশ্যই ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী। ম্যাচ চলাকালীন সময়ে তিনি এমন করতে পারেননা। ব্যাপারটা দুঃখজনক।

এসব ক্ষেত্রে ধূমপায়ী ব্যক্তিকে  মৌখিকভাবে সতর্ক করা হয় নতুবা ম্যাচ ফি কেটে নেওয়া হয়। সাধারণত বয়সে তরুণ বা অনভিজ্ঞ ক্রিকেটারদের মৌখিক ভাবে সতর্ক করা হয় আর সিনিয়র দের ম্যাচ ফি কাটার সম্ভাবনাই বেশি থাকে। এদিকে খালেদ মাহমুদ সুজন  অনেক অভিজ্ঞ ব্যক্তি। জাতীয় দলের অধিনায়ক ছিলেন একটা সময়। পরে দলের ম্যানেজার, সহকারী কোচের ভূমিকায়ও ছিলেন তিনি। তাই ধারণা করা হচ্ছে তার ম্যাচ ফির  ১৫ থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হতে পারে।

এদিকে এই ঘটনার একদিন পর একটি সুখবরও পান সুজন। বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে আবার ফিরছেন তিনি। আগামী ইংল্যান্ড সিরিজ থেকেই এই দায়িত্ব পালন করবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান সুজনের টিম ডিরেক্টর হিসেবে ফেরার কথা। তবে এই বিষয়ে এখনো কোন কথা বলেননি সুজন। সিগারেট কান্ডের পর মুখে কুলুপ এটেছেন তিনি।

Exit mobile version