BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএল খেলতে এসে মাশরাফির প্রশংসায়  আমির

বিপিএল খেলতে এসে মাশরাফির প্রশংসায়  আমির

Amir praises Mashrafe while coming to play in BPL

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে মাশরাফির বিন মুর্তজা এখন অতীত অধ্যায়। ডানহাতি পেসার লালসবুজের জার্সিটা তুলে রেখেছেন অনেক আগেই। কিন্তু ঘরোয়া লিগে তার পদচারণা বন্ধ হয়নি। বল হাতে এখনো দিব্যি দৌঁড়াচ্ছেন, উইকেট শিকারেও এখনো ধার কমেনি তার। তাই তো এমন মাশরাফির সঙ্গে তুলনা করার মতো, বাংলাদেশে আর কোনো পেসারই দেখছেন না বলে জানালেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। বাংলাদেশে বিপিএল খেলতো  এসে মাশরাফিতে মুগ্ধ আমির।

এবারের বিপিএলে সিলের স্ট্রাইকার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলছেন মাশরাফি। চায়ের রাজ্যের দলটিকে নেতৃত্বও দিচ্ছেন তিনি। একই দলে খেলেছেন আমিরও। মাশরাফির সঙ্গে জুটি বেঁধে, সিলেটকে প্লেঅফে পৌঁছে দিয়েছেন আমির। যদিও গ্রুপ পর্বের ম্যাচ শেষে পাকিস্তান সুপার লিগে খেলার জন্য, বিপিএল ত্যাগ করেছেন পাকিস্তানি পেসার। যাওয়ার আগে মাশরাফির প্রশংসা করে গেলেন তিনি।

বিপিএল ছেড়ে যাওয়ার সময়, নিজের দলের জন্য শুভকামনাও জানিয়ে গেলেন আমির। তিনি বলেন, ” মাশরাফি একজন কিংবদন্তি পেসার। তার সঙ্গে তুলনা করার মতো পেসার, বাংলাদেশে আর নেই। এখন পর্যন্ত তিনি যেভাবে বোলিং করে যাচ্ছেন, তা রীতিমতো অবিশ্বাস্য। তরুণদের জন্য অনুপ্রেরণা হতে পারেন। আশা করি, আমার দল (সিলেট) টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভালো ক্রিকেট খেলবে।

বিপিএলের প্রায় প্রতি আসরেই খেলে থাকেন আমির। এবারও বাংলাদেশে খেলে, বেশ উপভোগ করেছেন বলে জানান তিনি। বাংলাদেশিদের আতিথিয়তার প্রশংসা করে পাকিস্তানি পেসার আরো বলেন, ” এখানে (বাংলাদেশ) খেলাটা সবসময় আনন্দের। দর্শকরা দারুণভাবে সমর্থন দেয়। আমার দল (সিলেট) এবং অন্য সবার কাছে যে আতিথেয়তা পেয়েছি, তাতে আমি খুশি। সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, এবারের বিপিএলে সিলেটের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন আমির। যেখানে ১৩টি উইকেটও শিকার করেছেন এই বাঁহাতি পেসার। উইকেট সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। অবশ্য বিপিএলের এই পারফরম্যান্স, আমিরের জাতীয় দলের দরজা খোলার ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে সামনে যেহেতু নিজ দেশের পিএসএল আছে, সেখানেও ভালো করার চ্যালেঞ্জ থাকছে আমিরের।

Exit mobile version