BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএল খেলতে এসে পাকিস্তানের মন্ত্রী হওয়ার খবর পেলেন ওয়াহাব রিয়াজ

বিপিএল খেলতে এসে পাকিস্তানের মন্ত্রী হওয়ার খবর পেলেন ওয়াহাব রিয়াজ

Wahab Riaz got the news of becoming Pakistan's minister after coming to play BPL

বিপিএলের চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। খেলার জন্য এখন ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের এই অভিজ্ঞ বাঁহাতি পেসার। এবার বিপিএল খেলার মাঝেই তার জন্য এলো সুসংবাদ। পাকিস্তানের পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে তাকে। তবে বিপিএল খেলার জন্য বাংলাদেশে অবস্থান করায় শপথ গ্রহন করতে পারেননি ওয়াহাব। 

পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী , পাকিস্তানের প্রাদেশিক সরকারের মন্ত্রীসভায় স্থান পেয়েছেন ওয়াহাব। পাঞ্জাব প্রদেশে দায়িত্ব নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়ামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে পাকিস্তানের এক সময়ের অপরিহার্য এই পেসারকে। লাহোরে গভর্নর বালিগ উর রেহমানের বাসভবনে গত বৃহস্পতিবার শপথ হয়। কিন্তু বিপিএল খেলার কারণে বাংলাদেশে থাকায় ওয়াহাব শপথ গ্রহন করতে পারেননি। তবে পাকিস্তানের এই অভিজ্ঞ পেসার জানান, যথাসময়ে তিনি ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন।

বিপিএলে খুলনা টাইগার্স দলে ওয়াহাব ছাড়াও পাকিস্তানের আরও ক্রিকেটার রয়েছে। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটসম্যান আজম খানও খুলনার হয়ে মাঠ মাতাচ্ছেন। ওয়াহাবের ক্রীড়ামন্ত্রী হওয়ার বিষয় নিয়ে এক টুইট করেন আজম খান। তিনি লেখেন, ” পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে মজার সময় পার করছি। ” সঙ্গে হ্যাশট্যাগ দেন, ‘ ব্যস্ত মানুষ। এদিকে মন্ত্রী হওয়ার পর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই পেসার। পাকিস্তান দলের অনেক ক্রিকেটারেই তাকে অভিনন্দন জানিয়েছেন। 

পাকিস্তানি গণমাধ্যমের  খবর অনুযায়ী, ওয়াহাব সহ আরও ১১ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দফায়। তাদের মধ্যে আছেন বিলাল আফজাল, এসএম তানভির, ড. জাভেদ আকরাম, ইব্রাহিম মুরাদ, ড. জামাল নাসির, মনসুর কাদির, সৈয়দ আফজাল আলি নাসির,  আমির মির। তারা সবাই শপথ গ্রহন করেছেন। ওয়াহাব, তামকিনাত করিম এবং নাসিম সাফিক অনুষ্ঠানে থাকতে না পারায় শপথ নিতে পারেননি। তবে পাকিস্তানে ফিরেই তিনি শপথ নেবেন বলে জানিয়েছেন। 

পাকিস্তানের জার্সিতে ১৫৬ টি ম্যাচ খেলেছেন ওয়াহাব। বল হাতে উইকেট শিকার করেছেন ২৩৭ টি। ৩৭ পার হয়ে যাওয়া এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ২০২০ সালে। উল্লেখ্য, বিপিএলের চলতি আসরেও চমক দেখাচ্ছেন ওয়াহাব। ৬ ম্যাচে ১২.২৫ গড় আর ৬.৬৩ রেটে ১২ উইকেট শিকার করেছেন তিনি। আর এই টুর্নামেন্টে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ। দেখা যাক মাঠের ২২ গজের দায়িত্ব সামলানোর পর,  এবার মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব কিভাবে সামলান তিনি।

Exit mobile version