BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে  সিলেটকে ফাইনালে তুলে কি বললেন মাশরাফি? 

বিপিএলে সিলেটকে ফাইনালে তুলে কি বললেন মাশরাফি?

What did Mashrafe say about Sylhet in the finals of the BPL?

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে, ফাইনালে পৌঁছে গেছে সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার রাতে দ্বিতীয় কেয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে, দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট কাটে মাশরাফি বিন মুর্তজার দল। দলকে ফাইনালে তুলে মাশরাফি জানালেন, ঝুঁকি নিয়েই জয় ছিনিয়ে এনেছে তার দল। এমন জয়ে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি। তিনি নিজেও বেশ খুশি।

মিরপুরের, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক সোহান। কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে যেন মরিয়া হয়ে ওঠেন সিলেটের মাশরাফি। এদিন হঠাৎ তিন নম্বরে ব্যাটিং করতে নেমে যান লোয়ার অর্ডারের মাশরাফি। ব্যাট হাতে ছোট্ট একটি ঝড় তুললেন, ১৬ বল থেকে ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ২৮ রানের ইনিংস খেলেছেন তিনি।

তাই তো দলকে ফাইনালে পৌঁছে দিয়ে মাশরাফি বলেন, ” আপনারা দেখছেন, আসরের শুরু থেকেই আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়ার পর,আমরা দারুণভাবে ফিরে এসেছি। তানজিম হাসান সাকিব খুব ভালো বোলিং করেছেন। টি-টোয়েন্টিতে ঝুঁকি না নিলে সফলতা আসে না। আমরা সেটা পেরেছি। দলের সবাইকে ধন্যবাদ, নিজ নিজ জায়গা থেকে সেরাটা দেওয়ার জন্য। “

অপরদিকে সোহানের কন্ঠেও শোনা গেল মাশরাফিদের প্রশংসা। এবারের আসর থেকে বিদায় নিয়ে রংপুরের অধিনায়ক বলেন, ” তারা (সিলেট) সত্যিই ভালো খেলেছে। তবে আমরাও চেষ্টা করেছি খেলায় ফিরতে। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড় চেষ্টা করেছেন, নিজেদের সেরাটা দিতে। আমাদের ম্যানেজমেন্ট, সমর্থকসহ সবাইকে ধন্যবাদ। আমাদের দলটি তরুণ। সামনে আরো শেখার আছে। “

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি রাতে এবারের বিপিএলের ফাইনাল খেলতে নামবে সিলেট  । শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে, আরেক শক্তিশালী দল কুমিল্লা। এখন পর্যন্ত বিপিএলের তিনটি শিরোপা জয়ী দলটি, এবার চতুর্থ শিরোপা জেতার লক্ষ্যে লড়বে। অপরদিকে সিলেটের সামনে সুযোগ থাকছে, মাশরাফির হাত ধরে প্রথমবারের মতো বিপিএল শিরোপা জেতার। শেষ পর্যন্ত কারা জিতবে শিরোপা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটে।

 

 

Exit mobile version