BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে  বিধ্বংসী ইনিংস খেলে কি বললেন বিজয়?

বিপিএলে  বিধ্বংসী ইনিংস খেলে কি বললেন বিজয়?

What did Vijay say after playing devastating innings in the BPL

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এনামুল হক বিজয়। টুর্নামেন্টের শুরুটা ভালোও করেছিলেন এই ওপেনার। তবে ছোট ছোট ইনিংস খেললেও বড় ইনিংসের দেখা পাচ্ছিলেন না তিনি। আসরের প্রথম ৭ ম্যাচে একটি অর্ধশতকের দেখাও পাননি বিজয়। অবশেষে খেললেন বড় ইনিংস। তার সেই বিধ্বংসী ইনিংসের সুবাদের জয় পেয়েছে বরিশাল।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লক্ষ্য তাড়া করে জয়ের ম্যাচে, শুরুতে ধীরগতির ব্যাটিং করেছেন বিজয়। এমনকি প্রথম ১০ বল মোকাবেলা করেও রান করেছেন মাত্র ১টি। কিন্তু সেখান থেকেই মাত্র ২৭ বলে পৌঁছে গেলেন অর্ধশতকের ঘরে। শেষ পর্যন্ত তার ৫০ বলের ইনিংসটি থেমেছে ৭৮ রানে গিয়ে। এই ইনিংসে সমান ৬টি করে চার এবং ছক্কা হাঁকিয়েছেন বিজয়। ম্যাচসেরার পুরস্কারও ওঠেছে তার হাতে।

দলকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেও, ম্যাচটা শেষ করে আসতে চেয়েছেন বিজয়। সংবাদ সম্মেলনে  এই উইকেটরক্ষক ব্যাটসম্যান  বলেন, ” এতদিন ধরে ভালো শুরু করেও ইনিংস লম্বা করতে পারিনি। অবশেষে ৭ ইনিংস পর কিছু রান পেয়েছি। এই ধরণের উইকেটে আমার ব্যাটিং করতে ভালো লাগে। সহজে রান করতে পারি। যদিও আমার উচিৎ ছিল, ম্যাচটা শেষ করে আসা। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পারিনি। “

এদিকে বিজয়ের অর্ধশতক, ভিন্ন এক রেকর্ডের পাতায় যুক্ত হয়েছে। চট্টগ্রামের বিপক্ষে পাওয়ার – প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতক পূর্ণ করে ফেলেছেন। বিপিএলের ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়েছেন বরিশালের ওপেনার। এর আগে মাত্র দুইজন ব্যাটসম্যান পাওয়ার – প্লে শেষ হওয়ার আগে অর্ধশতক করতে পেরেছেন। তারা হলেন, তামিম ইকবাল এবং রনি তালুকদার।

উল্লেখ্য, বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে বেশকিছু দিন আগেই বাদ পড়েছেন বিজয়। বিজয় সর্বশেষ খেলেছেন ২০২২ সালের এশিয়া কাপে, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। মূলত অফ ফর্মের কারণে বাদ পড়া বিজয়ের জন্য ফেরার মঞ্চ, এই বিপিএল। এবার সেখানে চেনা রূপে ফিরলেন ডানহাতি এই ব্যাটসম্যান। অবশ্য এখনো বেশকিছু ম্যাচ বাকি। সেখানেও নিজেকে মেলে ধরার অপেক্ষায় তিনি।

তামিম ইকবাল টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর ওপেনিংয়ে এখনো কেউ সেভাবে প্রভাব ফেলতে পারেননি। বিজয়কে ভালো বিকল্প ভাবা হলেও তিনি দলের চাহিদা পূরন করতে পারেননি। ফলাফল দল থেকে ছিটকে যান তিনি। বিপিএলকে তাই পাখির চোখ করেছেন বিজয়। টুর্নামেন্টের বাকি অংশে ভালো খেললে আবার ফিরতে পারেন বাংলাদেশের  টি টোয়েন্টি দলে।

Exit mobile version