BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে নিজের শততম ম্যাচ রাঙালেন মাশরাফি

বিপিএলে নিজের শততম ম্যাচ রাঙালেন মাশরাফি

Mashrafe makes his hundredth match in BPL's colourful

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের নাম খুঁজতে গেলে, সবার আগে চলে আসবে মাশরাফি বিন মুর্তজার নাম। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টিটোয়েন্টি লিগে, একাধিক দলের হয়ে খেলেছেন তিনি। নবম আসরে এসে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন, সাবেক টাইগার অধিনায়ক। আর এই আসরেই বিপিএলে নিজের শততম ম্যাচ খেলে ফেললেন মাশরাফি।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটিই মাশরাফির বিপিএল ক্যারিয়ারে শততম। আর এই ম্যাচে নিজের দলকে জয় উপহার দিয়েছেন সিলেটের অধিনায়ক। একইসাথে নিজের ক্যারিয়ারের বিশেষ এই ম্যাচটি রাঙিয়ে রাখলেন তিনি। যদিও এই ম্যাচে বল হাতে সেরা হয়ে উঠতে পারেননি তিনি। ওভার বল করে উইকেট শিকার করেছেন ১টি, রান খরচ করেছেন ৩৯টি।

এই ১০০ ম্যাচের বর্ণাঢ্য ক্যারিয়ারে, মাশরাফির অর্জনের ঝুলিও বেশ ভারি। বিপিএলে সবচেয়ে বেশি শিরোপা জয়ী অধিনায়ক তিনি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দিয়ে দুইটি শিরোপা এনে দিয়েছেন মাশরাফি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম শিরোপা এনে দেওয়া অধিনায়কও তিনি। এছাড়া রংপুর রাইডার্সকেও একটি বিপিএল শিরোপা জেতানোর নজির রয়েছে তার। যা পারেননি আর কোনো অধিনায়ক।

এবারের বিপিএলেও এখন পর্যন্ত ছন্দময় ক্রিকেট খেলে এগিয়ে যাচ্ছেন মাশরাফি। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। আসরে এখন পর্যন্ত মাত্র দুইটি ম্যাচ হেরেছে তার দল। এখন পর্যন্ত নড়াইল এক্সপ্রেসের শিকারে আছে ১২টি উইকেট। বয়সটা প্রায় তিন যুগ হয়ে গেলেও, এখনো সেরা হওয়ার পথে ছুটছেন তিনি। মাশরাফির হাতে ধরে সিলেটও স্বপ্ন দেখছে, শিরোপা জয়ের।

এদিকে মাশরাফি বিপিএলে সিলেটকে শিরোপা এনে দিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে ইতোমধ্যেই নিজের বোলিং দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। দলের গুরুত্বপূর্ণ সব জয়ে, বোলিং করে অবদান রেখেছেন মাশরাফি। যে কারণে পুনরায় তাকে জাতীয় দলের জার্সিতে চাইছেন অনেকে। এমনকি তার সময়ের সতীর্থরাও চান, মাশরাফি আবার বাংলাদেয়ের হয়ে খেলুক। তবে সেই সিদ্ধান্তটি নির্ভর করছে সম্পূর্ণ মাশরাফির হাতে।

Exit mobile version