BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলে কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা?

বিপিএলে কত টাকা পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা?

আগামী বছরের জানুয়ারি মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগবিপিএলের পরের আসর। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টিটোয়েন্টি টুর্নামেন্টের নানান বিষয় প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে অংশগ্রহণকারী ৭টি দলের নাম। এবার জানা গেল, টুর্নামেন্টের ভেন্যু এবং দেশিবিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক।

সোমবার ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয়ে জানানো হয়, সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকা দেশি ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা। এছাড়া বিদেশি ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া ক্রিকেটারদের জন্য সর্বনিম্ন পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে লাখ টাকা। এদিকে আসছে বিপিএলে থাকছে না কোনো আইকন ক্রিকেটার।

প্লেয়ার্স ড্রাফট থেকে পছন্দমতো খেলোয়াড় নিয়ে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের রাখা হয়েছে মোট ৭টি ক্যাটাগরিতে। ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৮০ লাখ টাকা। এছাড়া বি ক্যাটাগরি ৫০ লাখ, সি ক্যাটাগরি ৩০ লাখ, ডি ক্যাটাগরি ২০ লাখ, ক্যাটাগরি ১৫ লাখ, এফ ক্যাটাগরি ১০ লাখ এবং জি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন লাখ টাকা।

২৬ সেপ্টেম্বর মিরপুরে এক সংবাদ সম্মেলনে হাজির হন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এবং চেয়ারম্যান শেখ সোহেল। মল্লিক বলেন, ‘দল পাওয়া প্রতিষ্ঠানকে আগামী সপ্তাহ সময় দেওয়া হবে। এরমধ্যে গ্যারান্টি মানি (১০ কোটি টাকা) জমা দিয়ে ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করতে হবে।

আসন্ন বিপিএলের ম্যাচ সংখ্যা মোট ৪৬টি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে দর্শকদের জন্য দুঃসংবাদ হতে পারে, আসন্ন বিপিএলে থাকছেনা কোনো উদ্বোধনী অনুষ্ঠান।

Exit mobile version