BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলের সিইও নয়, বিসিবির সভাপতি হতে চান সাকিব

Shakib wants to be the president of BCB, not the CEO of BPL

Shakib wants to be the president of BCB, not the CEO of BPL

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রতিটি আসর শুরু হওয়া মানেই যেন বিতর্কের ছড়াছড়ি। এটা নেই, ওটা নেই। অগণিত ভুল আম্পায়ারিংয়ের কারণে মাঠেই বেঁধে যায় বাকবিতণ্ডা। বেশকিছু দিন আগে এসব বিষয়ে কথা বলেছেন সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে তিনি জানান বিপিএলের সিইও হলে এসব অনিয়ম ঠিক করতে তার কম সময় লাগত৷ সাকিবের বক্তব্যের প্রেক্ষিতেই এবার  তাকে বিপিএলের পরবর্তী আসরে সিইও হওয়ার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য সাকিব চান, একেবারে বোর্ড সভাপতি হতে। এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়ক। 

বিপিএলের নবম আসর শুরুর আগের ঘটনা । মানহীন বিপিএল ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ”  বিপিএলে যা তা অবস্থা। কোনকিছুই ঠিক নেই। স্বদিচ্ছা থাকলে বিপিএলে অনেক কিছুই গুছিয়ে করা সম্ভব। পরিকল্পনা করে আগালে  ডিআরএস, নিলাম এবং অন্যান্য সুবিধা কঠিন কোনো বিষয় না, সবকিছুই সময়ের মধ্যে ঠিক করে ফেলা সম্ভব। আমি যদি বিপিএলের সিইও হতাম তাহলে ২ মাসের মধ্যেই সবকিছু ঠিক করে ফেলতাম। ভালোভাবে চেষ্টা করলে, সবকিছু করতে ২ মাসও লাগার কথা না। “

সাকিবের এমন বিস্ফোরক মন্তব্য ঝড় তোলে দেশের ক্রিকেটে। টেস্ট এবং টি টোয়েন্টি অধিনায়কের বক্তব্যে টনক নড়েছে বিসিবির। তার কথার উত্তর দিয়েছেন বিসিবির গভর্নিও কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল। তিনি বলেন, ” সাকিবকে আমরা বিপিএলেও সিইও হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি। সে চাইলে আসতে, সবকিছু ঠিকভাবে করতে পারলে তো ভালো। সে এসে সাহায্য করলে, আমাদের জন্যও ভালো। এখন তো সে খেলছে। আগামী বছর থেকে সে সিইও হয়ে আসুক। “

বোর্ডের তরফ থেকে এমন আমন্ত্রণে, একেবারেই চুপ করে থাকেননি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার বিসিবির আমন্ত্রণে পালটা জবাব দিয়ে বলেন, ” বিপিএলের সিইও কেন, হলে তো বিসিবির সভাপতি হওয়াই ভালো। ” অবশ্য সাকিবের এমন মন্তব্য থেকে স্পষ্ট, কেবল একটি টুর্নামেন্টের প্রধান না হয়ে গোটা বোর্ডের প্রধান হওয়ার ইচ্ছা আছে তার। যদিও এমন ইচ্ছা তিনি এর আগেও পোষণ করেছেন। খেলা ছেড়ে দেওয়ার পর দেশের ক্রিকেটে অবদান রাখতে ক্রিকেট বোর্ডে আসার  ইচ্ছে আছে সাকিবের। 

এদিকে মাঠের বাইরে যেমন চাঙ্গা সাকিব, তেমনি মাঠেও চলছে তার রাজত্ব। এবারের আসরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিস্ফোরক অর্ধশতক হাঁকিয়ে যাত্রা শুরু করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক। যদিও বড় সংগ্রহ নিয়েও তার দল সেই ম্যাচটি জিততে পারেনি। তবে তারকাখচিত দলটি ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে, সাকিবের নেতৃত্বে।  ব্যাটে – বলে বরিশাল দলকে এগিয়ে নেওয়ার বড় সেনানীই যে বিশ্বসেরা অলরাউন্ডার । তবে বিপিএল ছাড়িয়ে মাঠের বাইরে সাকিবের বিস্ফোরক সাক্ষাৎকারই এখন যেন টক অব দ্যা কান্ট্রি।

Exit mobile version