BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলের মাঝপথে চোট পেলেন মাশরাফি

বিপিএলের মাঝপথে চোট পেলেন মাশরাফি

ক্যারিয়ারের শুরু থেকেই মাশরাফি বিন মুর্তজার সবচেয়ে বড় শত্রু চোট। এই সমস্যার কারণে, লম্বা ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আর টুর্নামেন্ট  মিস করেছেন তারকা এই পেসার। এখনো চোট সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় আবারো চোটে পড়লেন মাশরাফি। যে কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছেন মাশরাফি। সেই চোটের কারণে, পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামেননি তিনি। দলের পক্ষ অধিনায়কের চোটের বিষয়ে কথা বলেছেন, সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ। গণমাধ্যমকে তিনি জানান, গ্রুপপর্বের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন না মাশরাফি। এমনকি প্লে – অফের ম্যাচেও তার খেলা নিয়ে আছে সংশয়।

এ প্রসঙ্গে রাজিন বলেন, ” কুঁচকির চোটে ভুগছেন মাশরাফি। এজন্য গ্রুপপর্বের বাকি ম্যাচে তিনি খেলতে পারবেন না। প্লে – অফের ম্যাচগুলোতেও আমরা তাকে পাবো কি না, সেটা নিশ্চিতভাবে বলতে পাছি না। ফিজিও বলেছেন, এই ধরনের চোট থেকে সেরে ওঠতে ১০ থেকে ১২ দিন সময় লাগে। মাশরাফিও তার নিজের অবস্থা সম্পর্কে বুঝতে পারছেন। তবে আমরা আশা রাখছি, প্লে – অফের ম্যাচে তিনি সিলেটের জার্সিতে মাঠে নামবেন। “

এবারের বিপিএলে এখন পর্যন্ত ভালো ছন্দে আছেন মাশরাফি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে নেওয়া এই পেসার, এখনো রাজত্ব করে চলেছেন সেরাদের সঙ্গে পাল্লা দিয়ে। সিলেটের জার্সিতে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে, ১২টি উইকেট শিকার করেছেন তিনি। টুর্নামেন্টের সেরা উইকেট শিকারি বোলারদের তালিকায় সেরা দশেও আছে মাশরাফির নাম। সিলেটের বোলিং বিভাগেও ভরশার নাম তিনি।

এদিকে বাকি ম্যাচগুলোতে মাশরাফি খেলতে না পারলে, তার নেতৃত্বও মিস করবে সিলেট। কারণ, এতদিন ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’র নেতৃত্বে খেলে দূরন্ত গতিতে ছুটে চলছে সিলেট। ইতোমধ্যে সবার আগে প্লে – অফে খেলাও নিশ্চিত করে ফেলেছে চায়ের রাজ্যের দলটি। মূলত মাশরাফির হাত ধরেই এবারের বিপিএলে বদলে যাওয়া এক সিলেটের দেখা মিলছে। এর আগের কোনো আসরে, এমন সাফল্য পায়নি দলটি।

Exit mobile version