BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলের পিছিয়ে পড়া স্বীকার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Bangladesh Cricket Board admits that BPL is lagging behind

বর্তমান ক্রিকেট বিশ্ব দখল করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টিটোয়েন্টি টুর্নামেন্টগুলো। যার মধ্যে সবার শীর্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কিংবা বিগ ব্যাশের মতো জনপ্রিয় লিগগুলো।

তবে একসময় আইপিএলের পর সবচেয়ে জমজমাটপূর্ণ লিগ হিসেবে ভাবা হলেও, সময়ে সাথে জৌলুস হারিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নানান প্রতিবন্ধকতায় মানের দিক থেকেও দিনদিন অবনতির দিকে যাচ্ছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মেগা এই আসর। বিপিএলের পিছিয়ে পড়ার কথা অকপটে স্বীকারও করলেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।

মল্লিক বলেন, ‘একসময় এতগুলো লিগ ছিল না। সেকারণে আমরা ভালো অবস্থানে পৌঁছে গেছি। এখন প্রায় সব দেশে অনেকগুলো লিগ হচ্ছে। এটা তুলনা করা কঠিন। আমরা আমাদের ঘরোয়ার মধ্যে সেরা টুর্নামেন্ট করতে চাই। আগের মতো করে বলতে পারবো না, আমরা একেবারে আইপিএল বা পিএসএল মানের করতে গেলে এই মুহূর্তে সেটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে।

প্রযুক্তিগতভাবে এবং হোম অ্যান্ড এওয়ে সুবিধার নিয়ে মল্লিক বলেন, ‘এটা অনেক ব্যয়বহুল। তখন একেকটা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করতে হবে অনেক টাকায়। আমাদের অন্য মডেলে যেতে হবে। এখন পর্যন্ত হোম অ্যান্ড এওয়েতেই যেতে পারিনি। কারণ, আমাদের ভেন্যু প্রস্তুত নেই। তাই আমরা ওয়ান অব দ্য বেস্ট ঘরোয়া টুর্নামেন্ট করতে চাই।উল্লেখ্য ২০২৩ সালের জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের পরবর্তী আসরের। আসরে কোন উদ্বোধনী অনুষ্ঠান হবেনা বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Exit mobile version