BJ Sports – Cricket Prediction, Live Score

বিপিএলের চতুর্থ শিরোপা জিতে, কত টাকা পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স?

বিপিএলের চতুর্থ শিরোপা জিতে, কত টাকা পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স?

Winning the fourth BPL title, how much money do Comilla Victorians get

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা নামল অবশেষে। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে, নবম আসরের শিরোপা জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ নিয়ে চতুর্থবারের মতো বিপিএলের শিরোপা জিতলো নাফিসা কামালের দলটি। যদিও টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি কুমিল্লার। কিন্তু সেই দলটিই বাড়ি ফিরছে চ্যাম্পিয়ন হয়ে। ইমরুল কায়েসের নেতৃত্বে এই সাফল্য পেল দলটি।

বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বিপিএলের ফাইনালে মুখোমুখি হয় সিলেট এবং কুমিল্লা। যেখানে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। ফলে আগে ব্যাটিং করে ১৭৫ রানের সংগ্রহ পায় মাশরাফি বিন মুর্তজার দল। লিটন কুমার দাস এবং জনসন চার্লসদের ব্যাটে চড়ে সিলেটের দেওয়া সেই চ্যালেঞ্জিং লক্ষ্য, সহজেই তাড়া করে ফেললো কুমিল্লা।

দলকে জিতিয়ে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে চার্লসের হাতে। নিজের অনুভূতি প্রকাশ করে মারকুটে এই ব্যাটসম্যান বলেন, ” আমি সত্যিই এই ম্যাচটা উপভোগ করেছি। উইকেট ভালো ছিল। ২০০ রান সহজে করা যেত। কিন্তু প্রতিপক্ষ ১৭৫ করেছে, এটা কম। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, ভালো ফলাফল আসে। দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে পেরে, আমি খুবই খুশি।

বিপিএলের শিরোপা জিতে বেশ খুশি ইমরুলও। অবশ্য তার আনন্দের মাত্রাটা বেশি হওয়ার বিশেষ কারণও আছে। এ নিয়ে কুমিল্লার হয়ে তিনটি শিরোপাজয়ী অধিনায়ক তিনি। ইমরুল বলেন, ” গোটা টুর্নামেন্টে এটা আমাদের জন্য দারুণ একটি যাত্রা। আমরা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলাম। অধিনায়ক হিসেবে আমরা জন্যও এটি দারুণ কিছু। অধিনায়ক হিসেবে তৃতীয়বার বিপিএলের শিরোপা জিতলাম। “

এদিকে নাফিসা কামালের দল বিপিএলের শিরোপা জেতায়, ক্রিকেট পাড়ায় উত্তেজনাটাও বেড়ে গেল। কারণ, টুর্নামেন্ট শুরুর আগেই কুমিল্লা দলের মালিক জানিয়েছেন, পঞ্চপান্ডবের কোনো ক্রিকেটার ছাড়াই শিরোপা জিতবে তার দল। সেই কথা অনুযায়ী শিরেপাটাও জিতে নিল কুমিল্লা। তাও আবার মাশরাফির দলকে হারিয়ে। যে কারণে, ক্রিকেটপ্রেমীদের মাঝে কথার লড়াইটাও বেড়েছে বটে।

কুমিল্লা চতুর্থবার বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন, চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলো কুমিল্লা দল? ফাইনালে শিরোপা জিতে ২ কোটি টাকা পেয়েছে কুমিল্লা। অন্যদিকে ফাইনালে হেরে, রানার্সআপ হয়ে ১ কোটি টাকা পেয়েছে মাশরাফির নেতৃত্বাধীন দল সিলেট।

Exit mobile version