BJ Sports – Cricket Prediction, Live Score

বিতর্কের মুখে সমালোচনার জবাব দিলেন বাবর আজম 

Babar Azam

বাবর আজম 

পাকিস্তানের প্রধান নির্বাচকের সাথে অধিনায়কের দ্বন্দ্বের কথা প্রায় ওপেন সিক্রেট। ক্রিকেট পাড়ায় নিয়মিতই আলোচনায় থাকে তাদের দ্বন্দ্বের কথা। দল নির্বাচনে প্রায়শই দুই পক্ষের দুই মতে অবস্থান করতে দেখা যায়। সম্প্রতি নেদারল্যান্ডস এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

সেই দলে শাহিনকে রাখা নিয়েই মূলত শুরু হয় সমালোচনা। তবে সেই সমালোচনাকে পাত্তা দিতে নারাজ পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। তবে, এই স্কোয়াড নিয়ে ভালো ফলাফল নিয়ে আসার পিছনে বেশ আশাবাদী তিনি। 

শাহিনকে দলে রাখায় বেশ ভালোই সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। কারো নাম না নিলেও এবার তাদের সেই সমালোচনার জবাব দিয়েছেন বাবর। পাশাপাশি এশিয়া কাপে তাদের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন পাকিস্তান অধিয়ানয়ক।

বাবর বলেন, ‘আমাদের সিদ্ধান্তে সকলে খুশি নাই হতে পারেন। তবু আমাদের পাকিস্তান ক্রিকেটের জন্য সেরা সিদ্ধান্তই নিতে হয়। তরুণরা সুযোগ পেয়েছে। ওরা ব্যর্থ হলে সিদ্ধান্তের সমালোচনা করবেন। আগে থেকেই এত সমালোচনা কেন? আমাদের হাতে এগারোটা ট্রাম্প কার্ড থাকবে। নিজের দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে। বোলার হোক বা ব্যাটারদলের সকলের উপর আমার আস্থা রয়েছে।

গেল লঙ্কা সিরিজে ইঞ্জুরিতে পড়েন শাহিন। পুরোপুরি সেরে ওঠার পূর্বেই তাকে দলে নেয়ায় মূলত সমালোচনার পারদ বড় হচ্ছে। তবে বাবরের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন। শাহিনকে দলের সঙ্গে রেখে চোটমুক্ত করে তুলতে চান বাবর। তিনি বলেন, ‘দলের সঙ্গে থাকলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধে শাহিনের খেলার সম্ভাবনা নেই। কয়েক দিন পরেই এশিয়া কাপ রয়েছে। তার পরে টিটোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এই দুই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় শাহিনকে সম্পূর্ণ ফিট এবং তরতাজা অবস্থায় পেতে চাই আমরা।

Exit mobile version