BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২৮ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ২৮) – বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস

Birmingham Phoenix vs Manchester Originals banner

বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস

বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস (ম্যাচ ২৮) – হাইলাইটস 

গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ২৮ তম ম্যাচে বার্মিংহাম ফিনিক্স ও ম্যানচেস্টার অরিজিনালস মুখোমুখি হয়েছিল। যেখানে ম্যানচেস্টার অরিজিনালস প্রথমে ব্যাটিং করতে নেমে দারুন একটি লক্ষ্য দাড় করায় বার্মিংহাম ফিনিক্সের জন্য। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ১০০ বল শেষ হয়ে যাওয়ার আগেই সব উইকেট হারিয়ে গুটিয়ে যায় বার্মিংহাম ফিনিক্স । ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্মিংহাম ফিনিক্সের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে অবস্থান করছে বার্মিংহাম ফিনিক্স এবং ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার অরিজিনালস । অন্যদিকে দুর্দান্ত বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নিয়েছেন টম হার্টলি।   

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ম্যানচেস্টার অরিজিনালস এবং বার্মিংহাম ফিনিক্সকে পাঠান বোলিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার লরি ইভান্স এবং ফিলিপ সল্ট খুব ভালই খেলছিলেন। দুইজন মিলে ৩৬ রানের জুটি ও দাড় করিয়ে ছিল। কিন্তু ২৩ তম বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন লরি ইভান্স। আউট হওয়ার আগে ২ চারের সাহায্যে ১০ বলে ১২ রান করেছিলেন তিনি। 

এরপর সল্টের সাথে মাঠে যোগ দেন ওয়েন ম্যাডসেন। দুইজন মিলে ভালই খেলছিলেন কিন্তু দলীয় ৭৫ রানে ক্যাচ আউট হয়ে মাঠ ছাড়েন ওয়েন ম্যাডসেন। ১৯ বল খেলে ২০ রান করেছিলেন তিনি সাথে মেরেছিলেন ২ টি চার। এরপর একে একে মাঠ ছাড়েন ট্রিস্টান স্টাবস ও পল ওয়াল্টার। ট্রিস্টান স্টাবস ১১ বল খেলে ১ চার ও ১ ছয়ের সাহায্যে করেছিলেন ১৬ রান। ট্রিস্টান স্টাবস রান পেলেও ২ বলে ১ রান করে মাঠ ছেড়েছিলেন পল ওয়াল্টার। 

৮২ তম বলে এলবিডব্লিওর ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় ফিলিপ সল্টকে। তাদের হয়ে সব থেকে বেশি রান করেছিলেন তিনি। ৩৮ বলে ৫৬ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন তিনি। তার ৫৬ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ২ টি ছয়। এরপর শেষ বলে এসে রান আউট হন অ্যাশটন টার্নার। ২ চারের সাহায্যে ৯ বলে ১৪ রান করেছিলেন তিনি। 

এছাড়া ২৬ রানে অপরাজিত ছিলেন টম ল্যামনবি। তার ১২ বলে ২৬ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। শেষে ৯ রান এক্সট্রা সহ ৬ উইকেট হারিয়ে ১৫৪ রানে করেছিল ম্যানচেস্টার অরিজিনালস। 

বার্মিংহাম ফিনিক্সের পক্ষে ২০ বলে ১৮ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন বেনি হাওয়েল এবং ২০ বলে ২৭ রান খরচায় ২তি উইকেট নিয়েছেন কেন রিচার্ডসন।

লক্ষ্য ছিল ১৫৫ রানের কিন্তু জবাব দিতে নেমে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় বার্মিংহাম ফিনিক্স। ফলে ৭৯ রানের জয় পায় ম্যানচেস্টার অরিজিনালস। বার্মিংহাম ফিনিক্সের হয়ে দুজন বাদে কেউ ১০ রান ও অতিক্রম করতে পারে নেই। তাদের হয়ে সব থেকে বেশি রান করে ছিলেন উইল স্মিড। ১৭ বলে ৩১ রানের সুন্দর একটি ইনিংস খেলেছিলেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। ১৫ বল খেলে ১৩ রান করেছিলেন ক্রিস বেঞ্জামিন সাথে মেরেছিলেন ১টি চার।  

এছাড়া কেউ আর বিশেষ রান করতে পারে নেই। সব খেলোয়াড় মিলে করেছিলেন ২৯ রান। মাইলস হ্যামন্ড ৪, মঈন আলী ৪, ম্যাথু ওয়েড ৭, ব্রেট ডি অলিভেরা ২, বেন দ্বারশুইস ০, টম হেলম ৮, বেনি হাওয়েল ২, কেন রিচার্ডসন ০ রানে আউট হয়েছিলেন। ২ রানে অপরাজিত ছিলেন হেনরি ব্রুকস।

ম্যানচেস্টার অরিজিনালসের পক্ষে ২০ বলে ২২ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন টম হার্টলি। ৯ বলে ১২ রান খরচায় ২টি উইকেট নিয়েছিল জোশুয়া লিটল। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন পল ওয়াল্টার ও ম্যাথু পারকিনসন।


বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস এর স্কোরবোর্ড

বার্মিংহাম ফিনিক্স – ৭৫/১০ (৭৪)

ম্যানচেস্টার অরিজিনালস – ১৫৪/৬ (১০০)  

ফলাফল – ম্যানচেস্টার অরিজিনালস ৭৯ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – টম হার্টলি



বার্মিংহাম ফিনিক্স বনাম ম্যানচেস্টার অরিজিনালস ম্যাচের একাদশ 

বার্মিংহাম ফিনিক্স মঈন আলী (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), উইল স্মিড, মাইলস হ্যামন্ড, ব্রেট ডি অলিভেরা, ক্রিস বেঞ্জামিন, বেন দ্বারশুইস, বেনি হাওয়েল, হেনরি ব্রুকস, টম হেলম, কেন রিচার্ডসন
ম্যানচেস্টার অরিজিনালস লরি ইভান্স (অধিনায়ক), ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), ট্রিস্টান স্টাবস, ওয়েন ম্যাডসেন, টম ল্যামনবি, পল ওয়াল্টার, অ্যাশটন টার্নার, টম হার্টলি, ম্যাথু পারকিনসন, ফ্রেড ক্ল্যাসেন, জোশুয়া লিটল
Exit mobile version