BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৯ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১৯) – বার্মিংহাম ফিনিক্স বনাম নর্দার্ন সুপারচার্জার্স

বার্মিংহাম ফিনিক্স বনাম নর্দার্ন সুপারচার্জার্স

বার্মিংহাম ফিনিক্স বনাম নর্দার্ন সুপারচার্জার্স (ম্যাচ ১৯) – হাইলাইটস 

গতকাল, দ্য হান্ড্রেড ২০২২ এর ১৯ তম ম্যাচে বার্মিংহাম ফিনিক্স ও নর্দার্ন সুপারচার্জার্স মুখোমুখি হয়েছিল। যেখানে নর্দার্ন সুপারচার্জার্স প্রথমে ব্যাটিং করতে নেমে লড়াই করার মত একটি লক্ষ্য তাড়া করার জন্য ছুঁড়ে মেরেছিলেন বার্মিংহাম ফিনিক্সকে। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে লক্ষ্যের কাছে পৌছানোর আগেই নির্ধারিত ১০০ বল শেষ হয়ে যায়। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে নর্দার্ন সুপারচার্জার্স এবং পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে বার্মিংহাম ফিনিক্স। অন্যদিকে ভাল ব্যাটিং এবং বোলিং করে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন ডেভিড উইজ। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন বার্মিংহাম ফিনিক্স এবং নর্দার্ন সুপারচার্জার্সকে পাঠান ব্যাটিং করতে। প্রথমে ব্যাটিং করতে নেমে তাদের ৩ জন প্লেয়ার ছাড়া কেউই ভাল করতে পারে নেই। প্রথমেই ১৬ তম বলে বোল্ড আউট হয়ে সাজঘরের পথ ধরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ১ চারের সাহায্যে ৬ বলে ৯ রান করেন তিনি। 

২৬ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন অ্যাডাম লিথ। ৩৮ তম বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তার ৫৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৬টি ছয় দিয়ে। এরপর নিয়মিত বিরতিতে শুধু উইকেট পরতেই থাকে। ৪৭ তম বলে ক্যাচ আউট হন হ্যারি ব্রুক। ৪ বলে ৩ রান করেছিলেন তিনি। ৫৩ তম বলে ১ রান করে আউট হন ডেভিড উইলি। ৬৪ তম বলে ৩ রান করে আউট হন জন সিম্পসন।

এরপর অ্যাডাম হোস এবং ডেভিড উইজ মিলে খুব ভালই খেলছিলেন কিন্তু ১২ বল বাকি থাকতেই সাজঘরে ফেরেন ডেভিড উইজ। আউট হওয়ার আগে ১৪ বলে ৩৪ রানের দারুন এক ইনিংস খেলেন তিনি। সাথে মেরেছিলেন ১টি চার ও ৪ টি ছয়। এরপর তাদের আর কোন উইকেট পড়ে নেই। 

৩৫ বলে ৫৩ রানের দারুন এক ইনিংস খেলে অপরাজিত থাকেন অ্যাডাম হোস। ৪টি চার ও ২টি ছয় ও মেরেছিলেন তিনি। সেই সাথে ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন ডোয়াইন ব্রাভো। শেষে ৫ রান এক্সট্রা সহ ১৬৯ রানের লক্ষ্য দাড় করায় তারা।

বার্মিংহাম ফিনিক্সের পক্ষে ১৫ বলে ১৩ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন মঈন আলী এবং ২০ বলে ৩৬ রান খরচায় ২টি উইকেট নিয়েছিলেন কেন রিচার্ডসন। এছাড়া ১টি করে উইকেট নেন ইমরান তাহির এবং টম হেলম।

লক্ষ্য ছিল ১৭০ রানের কিন্তু জবাবে দিতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে আটকে যায় তারা। ২৪ বল পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট পরছিল তাদের। প্রথমেই ৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন উইল স্মিড, সাথে মেরেছিলেন ২টি চার ও ১টি ছয়। ২৯ তম বলে ৫ রান করে আউট হয়ে যায় লিয়াম লিভিংস্টোন। মঈন আলী সাজঘরে ফেরেন ১ রান করে। ম্যাথু ওয়েড করেন ৩ রান। 

তাদের হয়ে সবথেকে বেশি রান করেন মাইলস হ্যামন্ড। ৪ চার ও ১ ছয়ের সাহায্যে ২৭ বলে ৩১ রান করেন তিনি। এছাড়া ক্রিস বেঞ্জামিন আউট হন ১১ বলে ১২ রান করে। ২ চারের সাহায্যে ১৮ বলে ২২ রান করেন বেনি হাওয়েল। গোল্ডেন ডাক মারেন হেনরি ব্রুকস। ২ চারের সাহায্যে ১৭ রান করেন টম হে্লম। এছাড়া ৯ রানে অপরাজিত থাকেন কেন রিচার্ডসন ও ৬ রানে অপরাজিত থাকেন ইমরান তাহির। শেষে ৫ রান এক্সট্রা সহ আর লক্ষ্যে পৌছাতে পারে নেই তারা। 

নর্দার্ন সুপারচার্জার্স- এর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন ডেভিড উইজ। ২টি উইকেট নিয়েছেন ডেভিড উইলি। ১টি করে উইকেট নিয়েছেন ক্রেগ মাইলস, বেন রেইন, ডোয়াইন ব্রাভো, আদিল রশিদ।


বার্মিংহাম ফিনিক্স বনাম নর্দার্ন সুপারচার্জার্স এর স্কোরবোর্ড

বার্মিংহাম ফিনিক্স – ১৩৭/৯ (১০০)

নর্দার্ন সুপারচার্জার্স – ১৬৯/৬ (১০০)  

ফলাফল – নর্দার্ন সুপারচার্জার্স ৩২ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড উইজ



বার্মিংহাম ফিনিক্স বনাম নর্দার্ন সুপারচার্জার্স ম্যাচের একাদশ

বার্মিংহাম ফিনিক্স মঈন আলী (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), মাইলস হ্যামন্ড, উইল স্মিড, ক্রিস বেঞ্জামিন, লিয়াম লিভিংস্টোন, টম হেলম, বেনি হাওয়েল, কেন রিচার্ডসন, হেনরি ব্রুকস, ইমরান তাহির
নর্দার্ন সুপারচার্জার্স ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জন সিম্পসন (উইকেটরক্ষক), ডেভিড উইলি, অ্যাডাম লিথ, অ্যাডাম হোস, হ্যারি ব্রুক, ডেভিড উইজ, বেন রেইন, ডোয়াইন ব্রাভো, আদিল রশিদ, ক্রেগ মাইলস
Exit mobile version