BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ১৫ আগস্ট: দ্য হান্ড্রেড ২০২২ (ম্যাচ ১৫) – বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস

বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস

বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস (ম্যাচ ১৫) – হাইলাইটস

দ্য হান্ড্রেড ২০২২ এর ১৫তম ম্যাচে সোমবার বার্মিংহামের এজবাস্টনে মঈন আলীর অসাধারণ অল-রাউন্ডার পারফর্মেন্সের সৌজন্যে ট্রেন্ট রকেটস এর বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। বল হাতে প্রথমে ১ উইকেট শিকার এবং পরে ২৮ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে মঈন আলী প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

বার্মিংহাম ফিনিক্স এর অধিনায়ক মঈন আলী টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং ট্রেন্ট রকেটসকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে বার্মিংহাম ফিনিক্স এর বোলারদের বোলিং তোপে নির্ধারিত ১০০ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলতে সমর্থ হয় ট্রেন্ট রকেটস।

জবাবে ১৪৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৮৬ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বার্মিংহাম ফিনিক্স। দলীয় ২ রানে লুক উডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার উইল স্মিড (১)। এরপর ২য় উইকেটে আর এক ওপেনার মাইলস হ্যামন্ড, মঈনকে সাথে নিয়ে ২৩ রানের জুটি গড়ে তোলেন।

যদিও এই ২৩ রানের জুটির মধ্যে মাত্র ৩ রান করেন মঈন। বাকি ২০ রান একাই করেন মাইলস হ্যামন্ড। তাঁর বিদায়ের পর লিয়াম লিভিংস্টোনকে সাথে নিয়ে অধিনায়ক মঈন ৮৫ রানের জুটি গড়ে তোলেন। যেখানে মঈন ২৮ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চারের সাথে ৫টি ছক্কার মার।

মঈনের বিদায়ের পর বাকি কাজটুকু শেষ করেন লিভিংস্টোন এবং উইকেট রক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। এ দুজন মিলে ২০ বলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১ চার ও ৪ ছক্কায়, ৩২ বলে অপরাজিত ৫১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন লিভিংস্টোন। এছাড়া ওয়েড ১০ বলে ১৪ রান অপরাজিত থাকেন। ট্রেন্ট রকেটসের পক্ষে লুক উড ২০ বলে ১৭ রান দিয়ে সর্বাধিক ৩টি উইকেট তুলে নেন।

এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে বার্মিংহাম ফিনিক্স এর বোলারদের অসাধারণ বোলিং আক্রমণে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি ট্রেন্ট রকেটস। পাওয়ার প্লে’র ২৫ বলে ৩৩ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার অ্যালেক্স হেলস ১, ডেভিড মালান ৯ এবং কলিন মুনরো ১১ রান করে সাজঘরে ফিরেন।

দলীয় স্কোর ৫০ রান পার হতেই আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ট্রেন্ট রকেটস। সপ্তম উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক লুইস গ্রেগরি এবং অসি বোলিং অল-রাউন্ডার ড্যানিয়েল সামস। মূলত তাদের দুজনের ৯২ রানের হার না মানা ইনিংসের সৌজন্যেই শেষ পর্যন্ত ১৪৫ রানের লড়াকু স্কোর সংগ্রহ করতে পারে ট্রেন্ট রকেটস।

৫ চার ও ৩ ছক্কায়, ২৫ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ড্যানিয়েল সামস। অপরদিকে লুইস গ্রেগরি ২২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে ছিল সমান সংখ্যক ২টি করে চার ও ছক্কার মার। বার্মিংহাম ফিনিক্স এর হয়ে বেনি হাওয়েল ২০ বলে ২৮ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া মঈন আলী, ইমরান তাহির এবং টম হেলম ১টি করে উইকেট তুলে নেন।

এই ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে উঠে এসেছে বার্মিংহাম ফিনিক্স। অপরদিকে টানা তিন ম্যাচ জয়ের পর এই ম্যাচে পরাজিত হয়ে ট্রেন্ট রকেটস এখন পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।


বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস এর স্কোরবোর্ড

ট্রেন্ট রকেটস – ১৪৫/৬ (১০০)

বার্মিংহাম ফিনিক্স – ১৪৯/৩ (৮৬)

ফলাফল – বার্মিংহাম ফিনিক্স ৭ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মঈন আলী



বার্মিংহাম ফিনিক্স বনাম ট্রেন্ট রকেটস ম্যাচের একাদশ

বার্মিংহাম ফিনিক্স মঈন আলী (অধিনায়ক), ম্যাথু ওয়েড (উইকেট রক্ষক), উইল স্মিড, লিয়াম লিভিংস্টোন, ক্রিস বেঞ্জামিন, মাইলস হ্যামন্ড, বেনি হাওয়েল, হেনরি ব্রুকস, টম হেলম, টিম ভ্যান ডার গুগেন এবং ইমরান তাহির।
ট্রেন্ট রকেটস লুইস গ্রেগরি (অধিনায়ক), টম কোহলার-ক্যাডমোর (উইকেট রক্ষক), ডেভিড মালান, ইয়ান ককবেইন, কলিন মুনরো, সামিত প্যাটেল, অ্যালেক্স হেলস, ড্যানিয়েল সামস, স্যাম কুক, লুক উড এবং তাবরিজ শামসি।

 

Exit mobile version