BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ২১ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ২৪) – বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস

Barbados Royals vs St Kitts and Nevis Patriots

বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস

বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস (ম্যাচ ২৪) – হাইলাইটস

সিপিএল ২০২২ এর ২৪ তম ম্যাচে প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানাতে গতকাল মুখোমুখি হয়েছিল বার্বাডোজ রয়্যালস ও সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫০ এর উপরে একটি লক্ষ্য দাড় করায় বার্বাডোজ রয়্যালস। কিন্তু সেই লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যাওয়ার আগেই গুটিয়ে যায় সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে বার্বাডোজ রয়্যালস এবং ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ৫ম স্থানে রয়েছে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। সেই সাথে বার্বাডোজ রয়্যালসের এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জিতে নেন আজম খান। 

টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এবং বার্বাডোজ রয়্যালসকে আমন্ত্রন জানায় ব্যাটিং এর জন্য। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভাল ছিল না বার্বাডোজ রয়্যালসের, ২২ রানের মাথায় পড়ে প্রথম উইকেট। ১ চারের সাহায্যে ৯ বলে মাত্র ৬ রান করে মাঠ থেকে বিদায় নেন রাহকিম কর্নওয়াল। ক্যাচ আউট হয়েছিলেন তিনি। এরপর হ্যারি টেক্টর এবং কাইল মায়ার্স মিলে খুব ভালই খেলছিলেন। কিন্তু অধিনায়ক কাইল মায়ার্স মাঠে বেশিক্ষন টিকতে পারলেন না। ২২ বলে ১৬ রান করার পর ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। সাথে মেরেছিলেন ৩টি চার। তারপর দারুন ব্যাটিং শুরু করেন আজম খান ও হ্যারি টেক্টর। ৩য় উইকেটে ৭২ বলে ১০০ রানের জুটি গড়েন তারা। তাদের হয়ে সবথেকে বেশি রান করেছিলেন আজম খান। আউট হওয়ার আগে খেলেছিলেন ৪২ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তার ৬৪ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৫টি ছয়। এছাড়া ৪৪ বল খেলে ৪৭ রানে অপরাজিত ছিল হ্যারি টেক্টর, সাথে মেরেছিল ৩টি চার ও ২টি ছয় এবং ৩ বল খেলে ৮ রানে অপরাজিত ছিল জেসন হোল্ডার।সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এর পক্ষে ১ টি করে উইকেট নিয়েছেন ডুয়ান জানসেন, ডোয়াইন ব্রাভো ও আকিলা দানঞ্জয়া। 

লক্ষ্য ছিল ১৫৭ রানের। কিন্তু জবাবে ৩ বল বাকি থাকতেই ১২০ রানে সব উইকেট হারিয়ে ফেলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। তাদের হয়ে সবথেকে বেশি রান করেছেন এভিন লুইস ৩৬ বলে খেলেছিলেন ৪১ রানের ইনিংস। তার ৪১ রানের ইনিংসে ছিল ৭টি চার। ২ চার ও ১ ছয়ের সাহায্যে ২১ বলে ২০ রান করেছিলেন আন্দ্রে ফ্লেচার। ডিওয়াল্ড ব্রেভিস করেছিলেন ১৬ বলে ২১ রান। সাথে মেরেছিলেন ২টি ছয়। এছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেন নেই। শেরফেন রাদারফোর্ড (১৫ বলে ৯ রান), ড্যারেন ব্রাভো (৬ বলে ২ রান), কেসি কার্টি (২ বলে ১ রান), ডোয়াইন ব্রাভো (৮ বলে ৯ রান), রশিদ খান (৩ বলে ৫ রান), ডুয়ান জানসেন (৪ বলে ৩ রান), শেলডন কটরেল (৪ বলে ০ রান), আকিলা দানঞ্জয়া (২ বলে ১ রান)। শেষে ৮ রান এক্সট্রা সহ ১২০ রান করে তারা। 

বার্বাডোজ রয়্যালসের পক্ষে ২.৩ বলে ৫ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন নাইম ইয়াং। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন মুজিব উর রহমান। এছাড়া ২টি উইকেট নিয়েছেন জেসন হোল্ডার এবং ১টি উইকেট নিয়েছেন রাহকিম কর্নওয়াল। 


বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এর স্কোরবোর্ড

বার্বাডোজ রয়্যালস – ১৫৬/৩ (২০.০)

সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস – ১২০/১০ (১৯.৩)

ফলাফল – বার্বাডোজ রয়্যালস ৩৬ রানে জয়ী 

প্লেয়ার অফ দ্য ম্যাচ – আজম খান



বার্বাডোজ রয়্যালস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ম্যাচের একাদশ

বার্বাডোজ রয়্যালস কাইল মায়ার্স (অধিনায়ক), ডেভন থমাস (উইকেটরক্ষক), করবিন বোশ, রাহকিম কর্নওয়াল, আজম খান, হ্যারি টেক্টর, মুজিব উর রহমান, জেসন হোল্ডার, নাইম ইয়াং, হেইডেন ওয়ালশ, জোশুয়া বিশপ
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), ডিওয়াল্ড ব্রেভিস, এভিন লুইস, শেরফেন রাদারফোর্ড, ড্যারেন ব্রাভো, রশিদ খান, কেসি কার্টি, আকিলা দানঞ্জয়া, ডুয়ান জানসেন, শেলডন কটরেল
Exit mobile version