BJ Sports – Cricket Prediction, Live Score

ক্রিকেট হাইলাইটস, ০৭ সেপ্টেম্বর: সিপিএল ২০২২ (ম্যাচ ৮) – বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স

বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স (ম্যাচ ৮) – হাইলাইটস

সিপিএল ২০২২ এ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে গ্রস আইলেটের ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্স এর বিপক্ষে ডিএলএস পদ্ধতি ৮০ রানের বিশাল জয় পেয়েছে বার্বাডোজ রয়্যালস। ব্যাট হাতে ৩৬ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বার্বাডোজ রয়্যালসের দলপতি ডেভিড মিলার।

ম্যাচের শুরুতে ত্রিনবাগো নাইট রাইডার্স এর অধিনায়ক কাইরন পোলার্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং বার্বাডোজ রয়্যালসকে ব্যাটিং করতে পাঠান। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রানের বড় স্কোর সংগ্রহ করে বার্বাডোজ রয়্যালস।

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বার্বাডোজ রয়্যালসের দুই ওপেনার কাইল মায়ার্স এবং কুইন্টন ডি কক। পাওয়ার প্লে’র ৬ ওভারে ওভারে ৬০ রান তুলে ফেলে তারা। তারা দুজন মিলে ৫৫ বলে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়ে তোলেন। ২৯ বলে অর্ধ-শতক তুলে নেন মায়ার্স। তবে এরপর আর বেশিক্ষণ তিনি উইকেট টিকে থাকতে পারেননি।

৫ চার ও ৪ ছক্কায়, ৩৩ বলে ৫২ রান করে সাজঘরে ফিরেন মায়ার্স। তাঁর বিদায়ের পর উইকেটে আসেন অধিনায়ক মিলার। ডি কককে সাথে নিয়ে তিনি দ্রুত রান তুলতে থাকেন। ২য় উইকেটে তারা দুজন ৩৫ রানের জুটি গড়েন। হাফ সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে যায় ডি কক। তিনি ৬ বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করেন।

এরপর ৩য় উইকেটে আজম খানকে সাথে নিয়ে মিলার ২৯ বলে ৫৮ রানের ঝড়ো জুটি গড়ে তোলেন। তাদের এই জুটির সুবাদেই বড় স্কোর সংগ্রহ করতে পারে বার্বাডোজ রয়্যালস। ১৯তম ওভারের শেষ বলে দলীয় ১৭৮ রানে প্যাভিলিয়নে ফিরেন মিলার। তাঁর ৩৬ বলে ৬০ রানের ইনিংসটি সজ্জিত ছিল ৫চার ও ২ ছক্কায়।

অপরদিকে ইনিংসের শেষ ওভারের প্রথম বলেই ১১ বলে ১৮ রান করে রান-আউট হয়ে যান আজম খান। দলের স্কোর তখন ১৭৯/৪। সেখান থেকে জেসন হোল্ডারের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৫ বলে ১৫ রান তুলে নেয় বার্বাডোজ রয়্যালস। হোল্ডার ২ চার ও ১ ছক্কায়, ৪ বলে অপরাজিত ১৪ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে সুনীল নারাইন, রবি রামপাল ও আন্দ্রে রাসেল ১টি করে উইকেট তুলে নেন।

১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বার্বাডোজ রয়্যালসের বোলাদের বোলিং তোপে তাসের ঘরের মত ভেঙে পড়ে ত্রিনবাগো নাইট ২য় ওভার থেকে শুরু করে ৭ম ওভার পর্যন্ত, প্রতি ওভারে টানা উইকেট হারায় ত্রিনবাগো নাইট রাইডার্স। যেখানে ডেভন থমাস ৫ম ওভারে একাই দুটি উইকেট শিকার করেন।

দলের পক্ষে কলিন মুনরো ব্যতীত আর কোন ব্যাটারই দুই অংকের স্কোর স্পর্শ করতে পারেননি। ১ চার ও ১ ছক্কায়, দলের পক্ষে সর্বোচ্চ ৭ বলে ১২ রান করেন তিনি। ফলে ৮ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় ৫১/৭। তবে এরপর খেলায় বাঁধসাধে বৃষ্টি। যার ফলে আর একটি বলও মাঠে গড়াতে পারেনি। শেষ পর্যন্ত ডিএলএস পদ্ধতিতে ৮০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বার্বাডোজ রয়্যালস।

বার্বাডোজ রয়্যালসের হয়ে ডেভন থমাস, ওবেদ ম্যাককয় এবং ওশানে থমাস সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া জেসন হোল্ডার ১টি উইকেট তুলে নেন।

এই ম্যাচ সহ টানা তিন ম্যাচে জয়ী হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে উঠে এসেছে বার্বাডোজ রয়্যালস। অপরদিকে এই ম্যাচে পরাজিত হয়ে ত্রিনবাগো নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে।


বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স এর স্কোরবোর্ড

বার্বাডোজ রয়্যালস – ১৯৪/৪ (২০.০)

ত্রিনবাগো নাইট রাইডার্স৫১/৭ (৮.০)

ফলাফল – বার্বাডোজ রয়্যালস ৮০ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)

প্লেয়ার অফ দ্য ম্যাচ – ডেভিড মিলার



বার্বাডোজ রয়্যালস বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স ম্যাচের একাদশ

বার্বাডোজ রয়্যালস ডেভিড মিলার (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), ডেভন থমাস, করবিন বোশ, কাইল মায়ার্স, আজম খান, জেসন হোল্ডার, জাস্টিন গ্রিভস, হেইডেন ওয়ালশ, ওশানে থমাস এবং ওবেদ ম্যাককয়।
ত্রিনবাগো নাইট রাইডার্স কাইরন পোলার্ড (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেট রক্ষক), সুনীল নারাইন, কলিন মুনরো, টিওন ওয়েবস্টার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, টেরেন্স হিন্ডস, অ্যান্ডারসন ফিলিপ, খ্যারি পিয়ের এবং রবি রামপল।
Exit mobile version