BJ Sports – Cricket Prediction, Live Score

বাবার ‘ নাম জালিয়াতি ‘ সাকিবের, নিরব বিসিবি

Shakib uses false name instead of father’s name, silent BCB

বাবার ' নাম জালিয়াতি ' সাকিবের, নিরব বিসিবি

বিতর্ক আর সাকিব আল হাসান যেন একই সূত্রে গাঁথা। একটি গেল তো আরেকটি এসে হাজির। মাঠের কীর্তির জন্য তিনি যেমন খবরের শিরোনামে থাকেন তেমনি মাঠের বাইরে বিতর্কিত সব কাজ করেও সংবাদের শিরোনামে থাকেন।

এবার নতুন বিতর্কে জড়ালেন সাকিব। বাংলাদেশ অধিনায়কের নামে এবারের অভিযোগ, শেয়ার বাজারে কেলেঙ্কারি। যেখানে নিজের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংসের কাগজপত্রে নিজের বাবার নামের জায়গায় ভুয়া নামলিখেছেন সাকিব।

সাকিবের বাবর প্রকৃত নাম খন্দকার মাশরুর রেজা। কিন্তু মোনার্ক হোল্ডিংসের কাগজপত্রে বাবর নামের জায়গায় সাকিব লিখেছেন, কাজী আবদুল লতিফ দুই নামের মাঝে এতটাই ফারাক যে, বানান ভুল হয়েছে ভাবারও কোনো সুযোগ নেই। দুটি নামই সম্পূর্ণ ভিন্ন।

বিষয়টি জানাজানি হওয়ার পর ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনাসমালোচনা। নেটিজেনরা অনেকেই সাকিবকে একেবারে ধুয়ে দিচ্ছেন। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার এই ধরনের কর্মকান্ডে হতাশ অনেকেই। তবে ব্যাপারটি নিয়ে মুখে কুলুপ এটেছেন সাকিব। এই প্রসঙ্গে তিনি গণমাধ্যমের সঙ্গে কোন কথা বলেননি। 

তবে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলি রুবাইয়াত উল ইসলাম সাকিবের বাবারনাম জালিয়াতি প্রসঙ্গে বলেন, ” জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করা হয়। তাই বাবার ভুয়া নাম ব্যবহার করার কোনো সুযোগ নেই।

এদিকে সাকিবের নতুন বিতর্ক গায়ে মাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন প্রসঙ্গে বলেন, ‘এটি সম্পূর্ণ বাইরের ব্যাপার। সাকিব নিজেও এখন দেশের বাইরে। বিষয়গুলো তো আমাদের কাছে আসে না। আপনারা যেমন শুনছেন, আমরাও শুনছি। তাই মুহূর্তে বিষয়টি নিয়ে বলা আমার পক্ষে সম্ভব না।

Exit mobile version