BJ Sports – Cricket Prediction, Live Score

বাবার জোরে মাঠে সুবিধা নিতেন রমিজ রাজা! 

বাবার জোরে মাঠে সুবিধা নিতেন রমিজ রাজা! 

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজাকে নিয়ে গুরুতর এক অভিযোগ সামনে আনলেন এক সময়ের  তারই সতীর্থ পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। নিজের আত্মজীবনীতে খেলোয়াড়ি জীবন এবং এর আগে-পরের অনেক ঘটনাই তুলে ধরেছেন ওয়াসিম। যেখানে রমিজকে নিয়ে অভিযোগ, জাতীয় দলে খেলার সময় বাবার ক্ষমতার ব্যবহার করতেন তিনি।

রমিজ এবং ওয়াসিম একসঙ্গে খেলেছেন প্রায় দুইশোর কাছাকাছি ম্যাচ। সময়ের হিসেবে প্রায় এক যুগের মতো পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন তারা। এসময় রমিজের বাবা ছিলেন প্রভাবশালী একজন পুলিশ কমিশনার। সেই ক্ষমতা ব্যবহার করে প্রায়ই স্লিপে ফিল্ডিং করতেন রমিজ। অথচ এই জায়গাটায় তাকে বড্ড ব্যর্থ বললেন ওয়াসিম।

ওয়াসিম আকরামের আত্মজীবনী ‘সুলতান: অ্যা মেমোয়ার’-এ উঠে এসেছে গুরুতর সেই তথ্য। যেখানে ওয়াসিম লিখেন, ” রমিজ স্লিপে দাঁড়াতেন বাবার পদমর্যাদার বলে। একদিকে বাবা পুলিশ কমিশনার, অপরদিকে তিনি পড়তেন আইতসিসন কলেজে। তিনি স্লিপে দাঁড়িয়ে যতটা ক্যাচ নিয়েছেন, তারচেয়ে বেশি ক্যাচ ছেড়েছেন। “

এই অভিযোগের ভিত্তিতে  একটি উদাহরণও টেনেছেন ওয়াসিম। একবার নিউজিল্যান্ডের বিপক্ষে  টেস্টে  স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন রমিজ। এসময় ব্যাটিংয়ে ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক জন রাইট। আসিফ ফরিদীর বলে ক্যাচ উঠলে, সেই ক্যাচ ফেলে দেন রমিজ। সেসময় এই দৃশ্যটি নিয়মিত বলেও দাবি করেন ওয়াসিম। 

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ধারাভাষ্যে মনোযোগী হন রমিজ। কমেন্ট্রি বক্সে লম্বা সময় কাটানোর পর যুক্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গেও। বর্তমানে দেশটির ক্রিকেটের প্রধান কর্তা ব্যক্তিও তিনি। বাবর আজমদের নিয়ে বিশ্ব ক্রিকেটে এগিয়ে যাওয়ার পরিকল্পনায় ব্যস্ত পিসিবি সভাপতি। তবে ওয়াসিম আকরামের অভিযোগ এর প্রেক্ষিতে এখনো মুখ খোলেননি রমিজ।

Exit mobile version