BJ Sports – Cricket Prediction, Live Score

বাবর আজমের রোল মডেল এবিডি ভিলিয়ার্স 

Babar Azam's role model is ABD Villiers

বর্তমান  ক্রিকেট বিশ্বে বাবর আজম সময়ের অন্যতম সেরা ব্যাটসমান। পাকিস্তানের  পোস্টার বয় ও। তার ব্যাটিং শৈলি দিয়ে তিনি মুগ্ধ করে রেখেছেন গোটা ক্রিকেট বিশ্বকে। ক্রিকেটে পেয়েছেন সাফল্য। তবে এই সাফল্যের পেছনে কার ভূমিকা আছে, এবার সেটাই জানালেন এই পাকিস্তানি ব্যাটার। তাকে অনুপ্রেরণা দেওয়া ব্যক্তি এবিডি ভিলিয়ার্স বলেও এক সাক্ষাৎকারে জানান বাবর।

ক্রিকেটের তিন ফরম্যাট টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির র‍্যাংকিংয়ে  বাবর ধরে রেখেছেন তার দাপট । ব্যাটিং র‍্যাংকিংয়ের তালিকায় আছেন সেরা তিনে। আর এমন সাফল্যের পেছনে তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবিডি ভিলিয়ার্স। শুধু তাই নয়, এবিকে তিনি তার আদর্শও মানেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেন পাকিস্তান অধিনায়ক। 

সাক্ষাৎকারে বাবরের বলেন, তার রোল মডেল এবিডি ভিলিয়ার্স। তার পছন্দের ক্রিকেটারও তিনি।  টিভিতে এবির খেলা দেখার পর তিনি তা নেটে অনুশীলনও করেন। এবির মতো সমস্ত শট নেটে খেলার চেষ্টা করেন। শুধু তাই নয়, এবিকে কপি করে  তার মত খেলার চেষ্টা করেন জানিয়ে বাবর বলেন, তার ক্রিকেট ক্যারিয়ারে আদর্শ বলতে  এবিডি ভিলিয়ার্সই সবকিছু।

দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে ইংল্যান্ড। এ ব্যাপারেও কথা বলেন বাবর। তিনি জানান, সিরিজের জন্য তার দল প্রস্তুত। তবে সবার আগে তিনি ইংল্যান্ড দলকে স্বাগত জানিয়ে বলেন তারা এই ঐতিহাসিক সিরিজের অপেক্ষায় ছিলেন অনেক দিন থেকেই।

সিরিজ নিয়ে বাবর আরও  বলেন, টি – টোয়েন্টি ফরম্যাটে থাকা কয়েকজন ইংল্যান্ড ক্রিকেটার এবং কিছু নতুন মুখ তারা চেনেন। তিনি মনে করেন, ইংল্যান্ড এই সিরিজ উপভোগ করবে এবং পাকিস্তানের আতিথেয়তা উপভোগও করবে। আর এই সিরিজের জন্য পাকিস্তান দীর্ঘদিন  অপেক্ষা করে আছে বলেও জানান বাবর।

এর আগে ২০০৫ সালে সর্বশেষ  পাকিস্তান সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার তিন টেস্ট এবং পাঁচ ম্যাচের ওয়ানডে খেলেছিল তারা। টেস্ট সিরিজ  ২ – ০ এবং ওয়ানডে ৩ – ২ ব্যবধানে জিতে যায় পাকিস্তান। উল্লেখ্য,   ১ ডিসেম্বর  রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে পাকিস্তান – ইংল্যান্ড  প্রথম টেস্ট। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আরও দুই ম্যাচ খেলবে বাবর আজমরা। উভয় দলেই ভালো খেলার ব্যাপারে আশাবাদী।

Exit mobile version