BJ Sports – Cricket Prediction, Live Score

বাবরকে নিয়ে আমিরের বিস্ফোরক মন্তব্য, ক্ষোভ প্রকাশ শাহিন আফ্রিদির

বাবরকে নিয়ে আমিরের বিস্ফোরক মন্তব্য, ক্ষোভ প্রকাশ শাহিন আফ্রিদির

#image_title

পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়কও তিনি। একদিকে দলের দায়িত্ব আবার অন্যদিকে ব্যাট হাতে রান করার দায়িত্ব পালন করেন পাকিস্তানের এই ক্রিকেটার। সম্প্রতি পাকিস্তানের এই অধিনায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মোহাম্মদ আমির। আর এই মন্তব্যে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের অন্যতম পেসার শাহিন আফ্রিদি। 

কিছুদিন আগে বাবর আজম সম্পর্কে মোহাম্মদ আমির বলেন, ” আমি দলের একজন খেলোয়াড়। আর একজন খেলোয়াড় হিসেবে আমার উচিত প্রতিপক্ষের উইকেট নেওয়া, রান করা এবং ম্যাচ জেতার চেষ্টা করা। বাবর আজমেরও সেই একই দায়িত্ব। এক হাতে রান করা, ম্যাচ জেতানোর চেষ্টা করা। আর এদিক থেকে দলের একজন শেষ ব্যাটসম্যানেরও দায়িত্ব একই। তবে বাবর নিজের দায়িত্ব কতোটা পালন করে সেটা একটা বড় প্রশ্ন। ” 

সম্প্রতি  পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন শাহিন আফ্রিদি। সেখানে বাবর আজমকে নিয়ে কথাও বলেন আফ্রিদি তার মতে, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজম। তাই পাকিস্তান দলের এই অধিনায়ককে দেশটির প্রতিটি ক্রিকেটারেরই  যথাযথ সম্মান প্রদর্শন করা উচিৎ বলে মনে করেন আফ্রিদি  

মোহাম্মদ আমিরের সেই বক্তব্যে প্রসঙ্গে আফ্রিদি বলেন, ” মোহাম্মদ আমির বাবর আজমের সম্পর্কে যা বলেছেন তা রীতিমতো অবাক করার মতো। বাবর আজম আমাদের অধিনায়ক। যেকোনো জায়গায় যে কোনো দলের বিপক্ষে খেলার সময় আমাদের উচিত বাবর আজমকে সমর্থন দেওয়া। আর এটা আমাদের সর্বপ্রথম দায়িত্ব। আমাদের উচিত তাকেরাজাহিসেবে উপস্থাপন করা।  বাবর আজম বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার। আর আমাদের অধিনায়ক হিসেবে আমাদের উচিত তাকে সম্মান করা। কিন্তু আমরাই যদি তাকে সম্মান না করি তাহলে অন্যরা কি করবে? ” 

এদিকে পাকিস্তানে চলছে, পাকিস্তান সুপার লিগ ( পিএসএল ) সেখানে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন শাহিন আফ্রিদি। তিনি দলটির অধিনায়কও। অন্যদিকে এর আগে বাবরআমির একই দলের ( করাচি কিংস ) হয়ে খেললেও চলতি আসরে খেলছেন ভিন্ন দলে। বাবর আজমকে এই আসরে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। তাই আগের আসরে দুই সতীর্থ একই দলে থাকলেও চলতি আসরে  তাদের আর এক সাথে খেলা হচ্ছে না।

Exit mobile version