BJ Sports – Cricket Prediction, Live Score

বাউচারের পর এবার ইংল্যান্ডের ‘বাজবল’ তত্ত্ব নিয়ে প্রশ্ন তুললেন এলগার 

After Boucher, Elgar raised questions about England's 'Buzzball' theory

বাউচারের পর এবার ইংল্যান্ডের 'বাজবল' তত্ত্ব নিয়ে প্রশ্ন তুললেন এলগার 

টেস্টে টানা হার কিংবা জয়হীন থেকে বেশ হাপিয়ে উঠেছিল ইংল্যান্ড টেস্ট ক্রিকেট দল। এরপরই এই ফরম্যাটে বেশ বড়সড় পরিবর্তন নিয়ে আসে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের কিংবদন্তী ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে প্রধান কোচ বেন স্টোকসকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে ইসিবি।

এরপরই যেন নতুন যুগের সূচনা হয় ইংলিশদের টেস্ট ফরম্যাটে। আগ্রাসী কোচ অধিনায়কের জুটিতে একের পর এক আগ্রাসী জয়ের স্বাদ পায় তারা। খেলোয়াড়ী জীবনে ম্যাককালামকে বাজ হিসেবে ডাকা হতো দেখে তার এই জয়ের কৌশলকেবাজবলতত্ত্ব হিসেবে আখ্যায়িত করা হয়েছে।বাজবলকৌশল ইংল্যান্ডের পুরো টেস্ট দলকে বদলে দিয়েছে এমনটাই মনে করেন অনেকে। 

তবে এই কৌশলের বিপক্ষেও আছে মতামত। সাবেক প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার বলেন, সব দলের বিপক্ষে ইংলিশদের এই তত্ত্ব কার্যকরী হবে না। এবার বাউচারের সাথেই সুর মিলিয়েছেন প্রোটিয়াদের টেস্ট অধিনায়ক ডিন এলগার। তিনি মনে করেন, ইংলিশদের এই কৌশল তাদের ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে স্টোকসের দল যে রোমাঞ্চকর ক্রিকেট খেলছে সে ব্যাপারে একাত্মতা প্রকাশ করেছেন এলগার। তিনি বলেন, ‘ইংল্যান্ডের নতুন কৌশল রোমাঞ্চকর। কিন্তু আমি এর ভবিষ্যৎ দেখছি না। কারণ, টেস্ট ক্রিকেটে অনেক কিছু সময়ের সঙ্গে হারিয়ে যায়।

সাবেক অজি অধিনায়ক অ্যাডাম গিলক্রিস্টের শোএসইএন রেডিওর ডব্লুএ ব্রেকফাস্ট শোতে ইংলিশ ক্রিকেট নিয়ে কথা বলেছিলেন ম্যাককালাম। সেখানে তিনি জানিয়েছেন বাজবল নীতি মানেই শুধু ধুমধাড়াক্কা ক্রিকেট নয়। গিলক্রিস্টের করা এক প্রশ্নের জবাবে ম্যাককালাম বলেন, ‘আমাদের কৌশল তো শুধু ধরোমারো খেলা নয়। কারণ, এখানে ছেলেরা কীভাবে খেলবে, কেমন খেলবে সেটার পেছনে অনেক চিন্তাভাবনা থাকে।

Exit mobile version