BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলা টাইগার্সের জার্সিতে টি-টেন লিগ মাতাবেন সাকিব

Shakib Al Hasan, the poster boy of Bangladesh cricket

Shakib will play the T10 League in the jersey of Bengal Tigers

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টিটেন লিগ। স্বীকৃত ফ্র‍্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টিটেন ক্রিকেট। আগামী নভেম্বরে ষষ্ঠবারের মতো মাঠে গড়াবে আবুধাবি টিটেন লিগ। অস্ট্রেলিয়ায় টিটোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শেষ হওয়ার পরপরই সংযুক্ত আরব আমিরাতে বসবে এই আসর।

টিটেন লিগের আগামী আসরে দ্বিতীয়বারের মত অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। বাংলাদেশীদের মালিকানাধীন ফ্র‍্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে। আবুধাবি টিটেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের আইকনের ভূমিকায় দেখা যেতে পারে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। 

এছাড়া সাকিবের কাঁধে দলের নেতৃত্বভার দেয়ার ব্যাপারটিও অনেকটা নিশ্চিৎ। যদিও এখনো বাংলা টাইগার্সের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা আসে নি। তবে দুই পক্ষের আলোচনা অনেকদূর প্রসারিত হয়ে গেছে বলেই জানা গেছে। এবার বাকি শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর। অন্যদিকে ডিসেম্বরের শুরুতে দেশের মাটিতে ভারতের সাথে সিরিজ থাকায় টিটেন লিগের পুরো মৌসুম নাও খেলতে পারেন সাকিব।

সাকিব ছাড়াও বাংলা টাইগার্সের দলে থাকবেন আরো দুজন বাংলাদেশী। দলের পরামর্শক বা টিম মেন্টর হিসেবে থাকবেন দেশের প্রখ্যাত ক্রিকেট কোচ বিশেষজ্ঞ নাজমুল আবেদিন ফাহিম। প্রধান কোচের ভূমিকায় থাকবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। এছাড়াও, বাংলাদেশকে যুব বিশ্বকাপ এনে দেয়ার পেছনের অন্যতম নায়ক রিচার্ড স্টনিয়ার থাকছেন টাইগার্সের ফিটনেস ট্রেনারের ভূমিকায়। 

উল্লেখ্য যে, টিটেন লিগে এর আগেও একবার খেলেছেন সাকিব, সেটি ছিল টুর্ণামেন্টের প্রথম আসরে। কেরালা কিংসের হয়ে সে বছর শিরোপা জিতেছিলেন তিনি।

Exit mobile version