BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশ লিজেন্ডসের দল ঘোষণা, নেতৃত্বে শাহাদাত

Bangladesh Legends

ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আবারো মাঠের ২২ গজ মাতাতে তৈরি হচ্ছেন বিশ্ব ক্রিকেটের  সাবেক ক্রিকেটাররা।

সাবেক ক্রিকেটারদের নিয়ে ভারতে আবারও অনুষ্ঠিত হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। ভারতের কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন, তথ্য ও প্রযুক্তি এবং ক্রিড়া ও যুবকল্যান মন্ত্রণালয়ের উদ্যেগে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

টুর্নামেন্টে দ্বিতীয় বারের মত অংশ নেবে বাংলাদেশের সাবেক ক্রিকেটারও। ইতোমধ্যে দলও ঘোষণা করেছে বাংলাদেশ লিজেন্ডস। এই দলের নেতৃত্ব দেবেন শাহাদত হোসেন রাজিব। শাহাদাতের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অলরাউন্ডার অলক কাপালি।

পৃথিবী জুড়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই সিরিজ শুরু হচ্ছে। রোড সেফটি সিরিজের গ্রুপ পর্বের খেলা হবে মোট তিনটি মাঠে। উদ্বোধনী ম্যাচ কানপুরে।

বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে আরো অংশ নেবে ইন্ডিয়া লিজেন্ডস, দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস, অস্ট্রেলিয়া লিজেন্ডস, ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস, শ্রীলংকা লিজেন্ডস, ইংল্যান্ড লিজেন্ডস এবং নিউজিল্যান্ড লিজেন্ডস। এরমধ্যে প্রথমবারের মতো এবারের আসরে খেলবেন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের সাবেকরা।

এই টুর্নামেন্টে ভারতের অধিনায়ক হয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়াটসন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজকে ব্রায়ান লারা, ইংল্যান্ডকে ইয়ান বেল, শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন তিলকারত্নে দিলশান।

টুর্নামেন্টের প্রথম আসরেও খেলেছে বাংলাদেশ লেজেন্ডস। সেবার লাল-সবুজের প্রতিনিধি ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাফিস ইকবাল খান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, রাজিন সালেহ, জাভেদ ওমর বেলিম এবং মোহাম্মদ রফিকরা। তবে সেই আসরে ভালো পারফর্ম করতে পারেননি বাংলাদেশের সাবেক তারকারা।

১০ সেপ্টেম্বর পর্দা উঠবে এই টুর্নামেন্টের।  ২২ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ১ অক্টোবর। রোড সেফটি সিরিজের প্রথম আসরেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। সেইবার তার নেতৃত্বেই ফাইনালে শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।দেখা যাক এবারের আসরে কেমন করে বাংলাদেশ লিজেন্ডস।

 

১৬ সদস্যের বাংলাদেশ লিজেন্ডস দল:

শাহাদাত হোসেন রাজিব (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজিম উদ্দিন, নাজমুস সাদাত, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ, তুষার ইমরান, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), আবুল হাসান রাজু, ইলিয়াস মোহাম্মদ, আলমগীর কবির, খালেদ মাসুদ পাইলট (উইকেটরক্ষক), আব্দুর রাজ্জাক, ডলার মাহমুদ, মোহাম্মদ শরীফ এবং মামুন উর রাশেদ।

Exit mobile version