Skip to main content

ক্রিকেট হাইলাইটস, ০৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভারত (১ম ওডিআই)

ক্রিকেট হাইলাইটস, ০৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভারত (১ম ওডিআই)

বাংলাদেশ বনাম ভারত (১ম ওডিআই) – হাইলাইটস

গতকাল শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ঐ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশী বোলারদের তোপে পড়ে গুটিয়ে যায় ভারত। তবে তার আগে কোনোরকম একটি লক্ষ্য দাড় করায় তারা। পড়ে সেই লক্ষ্য তাড়া করতে নেমে এক্টুর জন্য জয় পায় বাংলাদেশ। সেই সাথে সিরিজ জয়ের দিকে একধাপ এগিয়ে যায় তারা। অন্য দিকে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতের। এছাড়া শেষ দিকে দুর্দান্ত ব্যাটিং এর সুবাদে এবং ভালো বোলিং-এর কারনে ম্যাচ সেরার খেতাব জিতে নেন মেহেদী হাসান মিরাজ।  

চোটের কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথম ম্যাচেই টসভাগ্য সহায় হয়েছিল তার। টস জিতে নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অন্যদিকে প্রথমে ব্যাটিং করতে নেমে রিভার্স সুইপ করতে গিয়ে লাইন মিস করলেন শিখর ধাওয়ান, বলটা ব্যাটে লেগে লাগলো স্টাম্পে। পড়ে গেলো বেল। মাত্র রান করেই সাজঘরের পথ ধরেছিলেন ভারতীয় ওপেনার ধাওয়ান। দলীয় ২৩ রানের মাথায় ভারতের প্রথম এই উইকেট তুলে নিয়েছিল মেহেদি হাসান মিরাজ।

এরপর এক ওভারে দুই শিকার। সেটাও আবার ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ বড় দুই তারকা রোহিত শর্মা আর বিরাট কোহলি। ইনিংসের একাদশতম ওভারে বিশ্বসেরা অলরাউন্ডারকে আক্রমণে আনেন অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় বলেই রোহিতকে (৩১ বলে ২৭) বোল্ড করেন সাকিব। এক বল বিরতি দিয়ে আরও এক উইকেট সাকিবের। এবার অবশ্য অবদান বেশি বলতে হবে লিটনের। এক্সট্রা কভারে বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে অবিশ্বাস্য এক ক্যাচ নেন লিটন। কোহলি (৯) যেন বিশ্বাস করতে পারছিলেন না।

২০তম ওভারের শেষ বলে এবাদতের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে বল সোজা আকাশে তুলে দেন আইয়ার (২৪)  সেই সহজ ক্যাচ তুলে নিয়েছিল উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৯২ রানে উইকেট হারানো ভারতকে টেনে তুলছিলেন লোকেশ রাহুল আর সুন্দর। ৭৫ বলে তারা ৬০ রান যোগ করে দেন দলের জন্য। অবশেষে সেই জুটিটি সাকিব ভেঙেছেন সুন্দরকে (১৯) সাজঘরে ফিরিয়ে।

এরপরের ওভারে আঘাত হানেন এবাদত। তাকে সাহায্য করেন সাকিব। শাহবাজের (০) একদম নিচু হয়ে যাওয়া ক্যাচ কভারে দারুণ দক্ষতায় তালুবন্দী করেন। তার পরের ওভারে সাকিব বোল্ড করে ফেরান শার্দুল ঠাকুরকেও (২)।

ওই ওভারেই দুই বল পর চাহারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফাইফার পূরণ করেন সাকিব। ১৫৬ রানে ৮ উইকেট হারানো ভারতের শেষ ভরসা হয়ে ছিলেন লোকেশ রাহুল। এবাদতের শর্ট বলের ফাঁদে শেষ পর্যন্ত তিনিও ধরা পড়েন। ৭০ বলে গড়া রাহুলের ৭৩ রানের ইনিংসে ছিল ৫ বাউন্ডারি আর ৪ ছক্কার মার। শেষ পর্যন্ত ১৪ রান এক্সট্রা সহ ১০ উইকেট হারিয়ে ১৮৬ রান করেন তারা। 

সাকিব ৩৬ রান খরচায় নেন ৫টি উইকেট। ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন এবাদত। এছাড়া ১টি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর ১৪ রান করে বিদায় নেন এনামুল হক বিজয়। ২৬ রানে ২ উইকেট পড়ার পর বাংলাদশে দলের বিপর্যয় রক্ষা করার জন্য ভালোভাবেই হাল ধরেছিলেন অধিনায়ক লিটন দাস এবং সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। ৪৮ রানের জুটিও গড়ে তোলেন তারা; কিন্তু ভালো খেলতে খেলতে হঠাৎ করেই উইকেট দিয়ে বসেছিলেন অধিনায়ক লিটন দাস। ৬৩ বলে ৪১ রান করেছিলেন তিনি। 

এরপর সাকিব এবং মুশফিক মিলে জুটি বাধেন। কিন্তু জুটিটা বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি, ৩৮ বলে ২৯ রান করে আউট হন সাকিব। ৪৫ বল খেলে ১৮ রান করে বোল্ড আউট হন মুশফিকুর রহিম। তার আগেই আউট হয়েছিল মাহমদুউল্লাহ রিয়াদ। ৩৫ বলে করেছিলেন ১৪ রান।

১৩৪ রানের মধ্যে পড়ে ৭ম উইকেটও। আফিফ হোসেন ধ্রুব ১২ বলে ৬ রান করে আউট হয়ে গেছেন তিনি। ১৩৬ রানের মধ্যে আউট হন এবাদত হোসেনে এবং হাসান মাহমুদ। এরপরই রূপকথা লেখেন মিরাজ এবং মোস্তাফিজ। ৩৯ বল খেলে মিরাজের করা ৩৮ রানের ইনিংসটি শত সেঞ্চুরির চেয়েও মূল্যবান। কারন শেষ সময়ে ম্যাচ জিতেয়েছিলেন তিনি আর মোস্তাফিজুর রহমান। অন্যদিকে ১০ রানে অপরাজিত ছিলেন মোস্তাফিজুর রহমান। শেষে ১ উইকেটের জয় তুলে নেন তারা। 

ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২ টি করে উইকেট নিয়েছেন কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর ও দীপক চাহার। 


বাংলাদেশ বনাম ভারত এর স্কোরবোর্ড

ভারত – ১৮৬/১০ (৪১.২)

বাংলাদেশ – ১৮৭/৯ (৪৬.০)

ফলাফল – বাংলাদেশ ১ উইকেটে জয়ী

প্লেয়ার অফ দ্য ম্যাচ – মেহেদী হাসান মিরাজ

ক্রিকেট হাইলাইটস, ০৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভারত (১ম ওডিআই)


বাংলাদেশ বনাম ভারত ম্যাচের একাদশ

বাংলাদেশ লিটন দাস (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন।
ভারত রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (উইকেট রক্ষক), শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ সেন।

আরো ব্লগ

বিরাট – লোকেশ রাহুলের পার্টনারশিপ এবং কুলদীপের ৫ উইকেট, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

Virat Kohli & KL Rahul. ( Photo Source: FAROOQ NAEEM/AFP via Getty Images) বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরী ইনিংসটাই ভারতের জয়ের ভিতটা মজবুত করে দিয়েছিল। অপেক্ষা ছিল শুধু...

সাদিরা সামারাবিক্রমা এবং দাসুন শানাকার দুর্দান্ত পারফরম্যান্সের হাত ধরে বাংলাদেশকে পরাজিত করল শ্রীলঙ্কা

SL v BAN(Photo source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২১ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। সুপার ফোরে পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলের...

দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্সের হাত ধরে সুপার ফোরের প্ৰথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পেল পাকিস্তান

Pakistan vs Afghanistan. (Photo Source: Twitter) এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের প্ৰথম ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বোলিং এবং ব্যাটিং বিভাগের...

রুদ্ধশ্বাস ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে সুপার ফোরে পৌঁছে গেল শ্রীলঙ্কা

Sri Lanka vs Afghanistan. (Photo Source: ASIF HASSAN/AFP via Getty Images) এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ২ রানে পরাজিত করল শ্রীলঙ্কা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে সুপার...