BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডে ডাক পেলেন সৌম্য-সাব্বিররা

Soumya-Sabbir

Soumya-Sabbir

বেশ কয়েকদিন পূর্বেই জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে একটি ছায়া জাতীয় দল গড়ার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত বাদ পড়া ক্রিকেটারদের যথাযথভাবে প্রস্তুত রাখতেই এমন উদ্যেগ। পাপনের ঘোষণার কয়েক দিন পরেই শুরু হয় ছায়া জাতীয় দল গড়ার কাজ। দলটির নাম দেয়া হয় ‘বাংলাদেশ টাইগার্স’। প্রথম ধাপে ২৩ জন ক্রিকেটারকে নিয়ে বগুড়ায় ক্যাম্প করে দলটি। 

এবার দ্বিতীয় ধাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় দল থেকে বাদ পড়া ২৯ জন ক্রিকেটারকে নিয়ে আয়োজিত হবে এবারের ক্যাম্প। এবারের ক্যাম্পে জায়গা পেয়েছেন ডিপিএলে অসাধারণ পারফর্ম করা নাঈম ইসলাম। এছাড়া টেস্ট দল থেকে বাদ পড়া দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানও আছেন স্কোয়াডে। এছাড়াও সৌম্য সরকার, সাব্বির রহমান, আবু জায়েদ রাহী, কামরুল ইসলাম রাব্বিদের নিয়ে ঘটিত হয়েছে এই দল। 

আগামী ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত বাংলা টাইগার্সের ক্রিকেটাররা মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করবেন। এরপর ঢাকাতেই ১২ জুন থেকে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হবে।

বাংলাদেশ টাইগার্স দলঃ

সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বী, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরি রাহী, কামরুল ইসলাম রাব্বী, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জেম, আবদুল হালিম, মাইশুকুর রহমান রিয়াল, হাসান মাহামুদ, রাকিন আহমেদ, সৈকত আলী ও নাজমুল ইসলাম অপু।

Exit mobile version