BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ : পাপন

বাংলাদেশের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ :  পাপন

সদ্য শেষ হয়েছে এশিয়া কাপের আসর। যেখানে ব্যর্থতার ষোলকলা পূর্ন করে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে বাংলাদেশ।  আর সামনের মাসেই  অস্ট্রেলিয়ায় পর্দা উঠতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু এবারের বিশ্বকাপ নিয়ে যে বাংলাদেশ খুব বেশি আশাবাদী নয়, তা বুঝিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ভারত থেকে নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট এনে নিয়োগ দেওয়া হয়েছে । বদল করা হয়েছে অধিনায়ক। সাথে আরও বেশ কিছু পরিবর্তন করা হয়েছে লাল সবুজের দলটিতে। তবে এত কিছুর পরেও এবারের বিশ্বকাপ টার্গেট করছেননা বলে জানান  বিসিবি সভাপতি।

সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে পাপন বলেন,

“একটা জিনিস পরিষ্কারভাবে বলছি, আমরা এখন যা করছি তা এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপকে টার্গেট করে কিছু করলে হবে না। আপনাকে সামনের বিশ্বকাপকে টার্গেট করে কিছু করতে হবে।”

রাতারাতি যে কোন কিছুর ফল পাওয়া সম্ভব নয় সেটাও জানান তিনি। আর এ জন্যই পরের বিশ্বকাপকে টার্গেট করছে বাংলাদেশ। পাপন আরো বলেন,” এমন কোন কোচ নেই,  এমন কোন বোর্ড নেই যে আপনাকে রাতারাতি টি-টোয়েন্টি ফরম্যাটে সব ঠিক করে দেবে। আপনাকে লং টার্মে চিন্তা করতে হবে। নেক্সট টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করছি আমরা।”

উল্লেখ্য, সদ্য সমাপ্ত হওয়া এশিয়া কাপেও সফল হতে পারেনি বাংলাদেশ। ব্যর্থ সফর শেষ করে দেশে ফিরতে হয় সাকিব বাহিনীর। যদিও সফরে যাওয়ার আগে সাকিব বলেছিলেন এশিয়া কাপ তাদের টার্গেট নয়। দেখা যাক আসন্ন বিশ্বকাপে কতদূর যায় টাইগাররা।

Exit mobile version