BJ Sports – Cricket Prediction, Live Score

বাংলাদেশের জন্য বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে ত্রিদেশীয় সিরিজ

বাংলাদেশের জন্য বিশ্বকাপের সেরা প্রস্তুতি হবে ত্রিদেশীয় সিরিজ

১৬ অক্টোবর পর্দা উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে চারটি ম্যাচ তো খেলবেই, ফাইনালে উঠলে যা হবে পাঁচটি। আর এই সিরিজকে বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি মনে করছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

এই সিরিজে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। এমনকি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এরচেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না বলেও মনে করছেন সিডন্স। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে পাওয়া আত্মবিশ্বাস ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপেও কাজে দেবে বলেও মনে করেন সিডন্স।

ক্রাইস্টচার্চে সিডন্স বলেন, ‘টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য এরচেয়ে ভালো প্রস্তুতি চাইতে পারি না। গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারলে, আমরা প্রস্তুত হয়ে যাবো। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কন্ডিশন প্রায় কাছাকাছি হওয়ায় বিশ্বকাপে টাইগারদের কাজ কিছুটা সহজ হয়ে যাবে।

দলের অধিনায়ক সাকিব আল হাসান নিউজিল্যান্ডে এখনো দলের সঙ্গে যোগ দেননি। সিপিএল খেলে পরিবারের সাথে সময় কাটাতে আমেরিকায় যান সাকিব। তবে বিষয়টি নিয়ে চিন্তিত নন সিডন্স। তিনি বরং কথা বলেছেন আবহাওয়া নিয়ে।

সিডন্স আরো বলেন, ‘দুবাইয়ে তাপমাত্রা ছিল প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। নিউজিল্যান্ডে যা ডিগ্রি। অস্ট্রেলিয়াতেও একই থাকবে। ৪০ ডিগ্রি থেকে বের হয়ে ঠান্ডা আবহাওয়া পাওয়াটা ভালোই হয়েছে, অন্তত দলের সঙ্গে থাকা অস্ট্রেলিয়ানদের জন্য। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় উইকেটের আচরণও প্রায় একই রকম হয়।

টি টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয়।সফলতার খোজে গত এশিয়া কাপের আগেই রিয়াদের বদলে অধিনায়ক করা হয় সাকিবকে। তবুও শূন্য হাতে দেশে ফেরে টাইগাররা। এবার বিশ্বকাপে অতীত ব্যর্থতা কাটিয়ে ভালো কিছু করার লক্ষ্যে মরিয়া টিম বাংলাদেশ। দলের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। দেখা যাক অস্ট্রেলিয়ার মাটিতে কতোটা সফল হয় সাকিবরা।

Exit mobile version