BJ Sports – Cricket Prediction, Live Score

বর্ষসেরা রানারআপ পুরস্কার লিটনের জন্য ভবিষ্যতের প্রেরণা

বর্ষসেরা রানারআপ পুরস্কার লিটনের জন্য ভবিষ্যতের প্রেরণা

The runner-up of the year award is the motivation for Litton's future

বর্ষসেরা ক্রীড়াবিদ দুই রানারআপের একজন হয়েছেন লিটন দাস। এমন পারফরম্যান্সে পুরস্কৃতও করা হয়েছে তাকে। তবে ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকার কারণে পুরস্কার নিতে আসতে পারেননি লিটন। তার হয়ে পুরস্কার নিতে আসেন লিটনের ভাই বাপ্পী দাস। 

ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকলেও এক ভিডিওবার্তায় নিজের উচ্ছ্বাসটা প্রকাশ করেছেন লিটন। তিনি বলেন, ” যে কোন পুরস্কার অনুপ্রেরণা দেয়। এই পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। ভালো লাগছে, তবে আরও খুশি হতাম, যদি সামনে থেকে পুরস্কার  নিতে পারতাম। ভবিষ্যতে এটি আমাকে ভালো খেলার প্রেরণা দেবে। আমার দায়িত্ব আরো বেড়ে গেলো।  সবাই দোয়া করবেন, যাতে আরও ভালো পারফরম্যান্স করতে পারি, দেশের জন্য অবদান রাখতে পারি। “

দেশের বড় বড় সব ক্রীড়াবিদদের সামনে থেকে ভাইয়ের হয়ে পুরস্কার  নিয়ে খুশি হয়েছেন বাপ্পী দাসও। তিনি বলেন, ” পুরস্কার মানে কাজের স্বীকৃতি। এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার। লিটনের হয়ে এত বড় বড় ক্রীড়াবিদদের সামনে পুরস্কারটা নিলাম। দারুন এক অনুভূতি হচ্ছে।  এ জায়গাটা আসলে অচেনা ছিল। এখানে এসে মনে হচ্ছে, লিটনকে আরও অনেক কিছু করতে হবে দেশের ক্রিকেটের জন্য “।

লিটনের ভাইয়ের আশা, লিটন ভবিষ্যতে আরও ভালো করবে। সেই সঙ্গে এটাও বলেন লিটন যেন পরবর্তী বছর নিজের হাতে এই পুরস্কারটা নিতে পারে। তিনি আরও বলেন, ” ভালো খেলার পুরস্কার পেয়েছে আমার ভাই। এখন ও রানারআপ হয়েছে, দোয়া করবেন যাতে ভবিষ্যতে বর্ষসেরা ক্রিড়াবিদ হতে পারে। খেলোয়াড়দের জন্য ইনজুরি এক সমস্যার নাম। দোয়া করবেন ও যেন সুস্থ থাকে, সব সময়ই দেশের হয়ে পারফর্ম করতে পারে, দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রার্থনা করি, পরের বছর যাতে নিজের হাতে এই পুরস্কারটা নিতে পারে ও। তাহলে ব্যাপারেটা দারুন হবে “। 

উল্লেখ্য, ২০২১ সালেও লিটনের পারফরম্যান্স ছিল দারুণ। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সে বছরই চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ২০২২ সালটাও তার জন্য কম কিছু ছিল না। ২০২২ সালেও দেশের ক্রিকেটে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক। দেশের ক্রিকেটারদের মধ্যে আইসিসি র‍্যাংকিংয়ে তিনি শীর্ষেও উঠে এসেছেন। 

২০২৩ সালেও নিজের ফর্ম ধরে রাখতে চান টিম বাংলাদেশের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। কিছুদিন আগে তামিম ইকবালের ইনজুরির কারনে ভারতের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন। ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২ – ১ ব্যবধানে জিতেও নিয়েছেন।

 সেই সাথে সাক্ষাৎকারে লিটন বলেছেন ভবিষ্যতে পূর্নমেয়াদে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সেটা সানন্দে গ্রহন করবেন তিনি৷ তবে লিটনের প্রত্যাশা দেশের জার্সি গায়ে দেশের জন্য অবদান রেখে যাওয়া। চলতি বছরেই ওয়ানডে বিশ্বকাপ। সেখানে ভালো করতে চায় টিম বাংলাদেশ। সেক্ষেত্রে লিটন হতে পারেন টাইগারদের তুরুপের তাস।

Exit mobile version