BJ Sports – Cricket Prediction, Live Score

বর্ষসেরা টি – টোয়েন্টি  ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেলেন যারা

বর্ষসেরা টি - টোয়েন্টি  ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেলেন যারা

বর্ষসেরা টি - টোয়েন্টি  ক্রিকেটার

বর্ষসেরা টি – টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মনোনয়ন পাওয়া ক্রিকেটারদের  নাম প্রকাশ করেছে আইসিসি। সেখানে মনোনয়ন পেয়েছেন চারজন ক্রিকেটার। এক বছরের টি – টোয়েন্টি ক্রিকেটে তাদের পারফরম্যান্স বিচার করেই মনোনয়ন দেওয়া হয়েছে এই চার ক্রিকেটারকে।  ৪ জনের তালিকার মধ্যে আছেন চলতি বছরের টি – টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা স্যাম কারেন, ভারতের মিডল অর্ডার ব্যাটার সূর্য কুমার যাদব, পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 

স্যাম কারেন : চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি – টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ইংল্যান্ড। আর ইংল্যান্ডের শিরোপা  জয়ের অন্যতম  নায়ক স্যাম কারেন। যে কারণে ফাইনাল সেরার পাশাপাশি টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের খেতাবও অর্জন করেন তিনি। চলতি বছরের পুরোটা সময় জুড়ে ১৯ ম্যাচ খেলে তিনি শিকার করেন ২৫ উইকেট। 

সূর্য কুমার যাদব : চলতি বছর প্রতিপক্ষকে যেন নিজের তাপে পোড়াচ্ছেন সূর্য। ভারতীয় এই মিডল অর্ডার ব্যাটার স্পর্শ করেছেন হাজার রানের মাইলফলক। পুরো বছরে ৩১ ম্যাচ খেলে ১ হাজার ১৬৪ রান করেছেন তিনি। আর টি – টোয়েন্টি ক্রিকেটে সূর্য কুমারই দ্বিতীয় ক্রিকেটার যিনি এক পঞ্জিকাবর্ষে ১ হাজার রান করেছেন। এ বছর টি – টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১ নম্বরে উঠে যান তিনি। এমনকি উইকেটের চারপাশে সাবলীল শট খেলার জন্য তাকে ৩৬০ ডিগ্রি ক্রিকেটার হিসেবেও ডাকা হয়। 

মোহাম্মদ রিজওয়ান : টি – টোয়েন্টি ক্রিকেটে চার ছক্কার ফুলঝুরিতে প্রতিপক্ষ বোলারদের একপ্রকার চাপেই রাখেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। ২০২২ সালের টি – টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল রিজওয়ানের। চলতি বছর টি – টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১ নম্বরেও উঠেছিলেন তিনি। 

সিকান্দার রাজা : সারা বছরে ২৪ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৭৩৫ রান, উইকেট নিয়েছেন ২৫ টি। টি – টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো এ বছর সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। যেখানে জিম্বাবুয়ের এই অলরাউন্ডারের ভূমিকা ছিল অনেক বেশি। সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে তিনি ২৫ রানে ৩ উইকেট নেন, যেখানে জিম্বাবুয়ে জিতে যায় ১ রানে। দেখা যাক শেষ পর্যন্ত কার মাথায় ওঠে বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটারের মুকুট।

Exit mobile version