BJ Sports – Cricket Prediction, Live Score

বর্ষসেরার ক্যাপ মাথায় উচ্ছ্বসিত মুশফিক

Mushfiqur Rahim got a place in the ICC ODI team of the year 2021.

Mushfiqur excited wearing the cap of ICC Team of the Year 2021

২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মুশফিকের সঙ্গে ছিলেন আরো দুই বাংলাদেশি, সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। সেই খবর আপাতত বেশ পুরনো। সেই একাদশে জায়গা পাওয়া প্রত্যেক ক্রিকেটারকে আইসিসির লোগো সম্বলিত সম্মাননা ক্যাপ পাঠিয়েছে আইসিসি।

ক্যাপের সামনের অংশে লেখা, ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২১ সেই ক্যাপ এসে পৌঁছেছে মুশফিকের হাতে। সেই ক্যাপ পড়ে ছবি তুলেছেন তৃপ্ত মুশফিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গেও শেয়ার করেছেন তিনি। চোখেমুখে সন্তোষ প্রকাশ পাওয়া বাংলাদেশি ব্যাটসম্যান ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ

এর আগে ২০২১ সালে বাংলাদেশের জার্সিতে মোট ম্যাচে মাঠে নামেন মুশফিক। যেখানে ব্যাট হাতে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন তিনি। দলের সাফল্যে অবদান রাখা মুশফিকের ব্যাটে রয়েছে একটি সেঞ্চুরিও। মুশফিকদের দলে অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। সর্বাধিক তিনজন আছেন বাংলাদেশ থেকে।

এছাড়া পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকা থেকে দুজন করে ক্রিকেটার একাদশে জায়গা পেয়েছেন।

২০২১ সালের আইসিসি বর্সসেরা ওয়ানডে দল:

পল স্টার্লিং, জানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং দুশমন্থ চামিরা।

Exit mobile version