BJ Sports – Cricket Prediction, Live Score

বদলে গেছে এশিয়া কাপের নাম

Asia Cup

বদলে গেছে এশিয়া কাপের নাম

২৭ আগস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠেছে এবারের এশিয়া কাপের। ১৫ তম এশিয়া কাপে এবার ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের পাশাপাশি অংশ নিয়েছে হংকং। দলগুলো মোট ১৩ টি ম্যাচ খেলবে এবং সবগুলো ম্যাচেই স্টার স্পোর্টসে প্রচারিত হবে। 

তবে এই আসর শুরু হওয়ার ঠিক আগে বদলে গেছে টুর্নামেন্টটির নাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এবং ডিপি ওয়ার্ল্ড যৌথভাবে একটি নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষনা করেছে। নাম বদলে রাখা হয়েছে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ ২০২২।

এসিসি সভাপতি জয় শাহ নতুন টাইটেল স্পনসর নিয়ে বলেন,”২০২২ এশিয়া কাপের টাইটেল স্পনসর হিসেবে ডিপি ওয়ার্ল্ডকে পেয়ে আমরা খুশি। এশিয়া কাপ একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট এবং ডিপি ওয়ার্ল্ডের মত এক সম্মানিত সঙ্গীর অংশগ্রহণকে আমরা স্বাগত জানাই।”

ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম বলেছেন, “আমরা ২০২২ এশিয়া কাপে আমাদের টাইটেল স্পনসরশিপ ঘোষনা করতে পেরে আনন্দিত। আমরা টুর্নামেন্ট সংগঠক, দল এবং খেলোয়াড়দের সাফল্য কামনা করি।”

সর্বশেষ এশিয়া কাপের আসর বসে ২০১৮ সালে। মাঝে করোনার কারনে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই লড়াই বন্ধ ছিল। এবারের টুর্নামেন্টটির ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। ১৯৮৪ সাল থেকে শুরু হওয়া এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার শিরোপা জিতেছে ভারত।

Exit mobile version