BJ Sports – Cricket Prediction, Live Score

ফের বিগ ব্যাশের শিরোপা ঘরে তুললো পার্থ, কি বললেন অ্যাস্টন টার্নার? 

ফের বিগ ব্যাশের শিরোপা ঘরে তুললো পার্থ, কি বললেন অ্যাস্টন টার্নার? 

বিগ ব্যাশের গত আসরের চ্যাম্পিয়ন দল পার্থ স্কর্চার্স। যে কারণে এবারের আসরেও শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ ছিলো দলটির। শিরোপা ধরে রাখার সেই মিশনে সাফল্যও পেয়েছে পার্থ। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটকে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে তারা। অবশ্য ফাইনাল ম্যাচে নাটকীয়তাও কম হয়নি। মুহূর্তে মুহূর্তে রঙ বদলে যাওয়া ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে পার্থ। মূলত শেষদিকের ব্যাটিং ঝড়েই জয় পেয়েছে পার্থ। এদিকে আবারও ঘরে শিরোপা তুলতে পেরে উচ্ছ্বসিত দলটির অধিনায়ক অ্যাস্টন টার্নার।

শনিবার পার্থে বিগ ব্যাশের মেগা ফাইনালে খেলতে নামে পার্থ এবং ব্রিসবেন। অবশ্য সেখানে বাড়তি সুবিধাও পেয়েছে পার্থ।  নিজেদের ঘরের মাঠে দর্শক সমর্থনটাই যে বেশি পেয়েছে তারা। অবশ্য দর্শকদের প্রত্যাশা আর আনন্দ মাটি করেনি পার্থের ক্রিকেটাররা। ব্রিসবেনের দেওয়া ১৭৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে, রোমাঞ্চকর জয়ে শিরোপার আনন্দে ভাসিয়েছেন দর্শকদের।

নিয়ে পঞ্চমবারের মতো বিগ ব্যাশের শিরোপা ঘরে তুলেছে পার্থ। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টিটোয়েন্টি লিগের সবচেয়ে বেশি শিরোপাধারী দলের নামও পার্থ। অবশ্য এই রেকর্ডটি আগেই নিজেদের করে নিয়েছে দলটি। এবারের শিরোপা জয়ে, কেবল তাদের রেকর্ডের পাল্লাটাই ভারী হলো। এদিন বিগ ব্যাশের ফাইনালে দ্বিতীয় সর্বোচ্চ (১৭৬) রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে পার্থ। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে দলটির সমর্থকরা।

শিরোপা জয়ের পর দলের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেছেন অ্যাস্টন টার্নার। এসময় পার্থের অধিনায়ক বলেন, ” ফাইনালের সময় পার্থের পুরো স্টেডিয়াম কমলা রঙে সেজেছে। ঘরের মাঠে দর্শকদের এমন সমর্থন অকল্পনীয় ছিলো।  দর্শকরা অবিশ্বাস্যভাবে আমাদের সমর্থন দিয়ে গেছেন। তাদের এই সমর্থন ছাড়া আমরা এতদূর আসতে পারতাম না। আমরা শিরোপা ধরে রাখার মিশনে ছিলাম। আমাদের ক্রিকেটাররা সবাই জয়ের জন্য লড়াই করেছেন। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। আমাদের আত্মবিশ্বাস ছিল, যেকোনো পরিস্থিতিতে আমরা ম্যাচ জিততে পারি। শেষ পর্যন্ত তাই হলো।

এদিকে পার্থকে পঞ্চম শিরোপা এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন টার্নারও। নিজের পারফরম্যান্সে দলকে সামনে নেতৃত্ব দিয়েছেন তিনি। ফাইনালেও কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে, মারকুটে অর্ধশতক হাঁকিয়েছেন টার্নার। তার ৩২ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদেই জয়ের বন্দের নোঙর করে পার্থ। সেই সাথে দলকে জিতিয়ে, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে তার হাতে।

Exit mobile version