BJ Sports – Cricket Prediction, Live Score

ফিটনেস ট্রেনিংয়ে ব্যংককে তামিম ইকবাল

ফিটনেস ট্রেনিংয়ে ব্যংককে তামিম ইকবাল

ফিটনেস ট্রেনিংয়ে ব্যংককে তামিম ইকবাল

কটা সময় বাংলাদেশের  টি টোয়েন্টির ফরম্যাটেও অন্যতম নির্ভরযোগ্য ওপেনার ছিলেন তামিম ইকবাল। তবে কিছুদিন আগেই ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নেন তিনি৷ ফলে এবারের এশিয়া কাপে তাকে ছাড়াই খেলতে যায় টিম বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার কারণে এখন খুব একটা ব্যস্ত সময় কাটান না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

অনেক দিন খেলা না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পারিবারিক ছবি প্রকাশ করেছেন তাতে বোঝাই  যাচ্ছে সময়টা ভালোই কাটছে দেশ সেরা এই ওপেনারের। তবে এবার শরীরের ফিটনেস বাড়াতে জোর দিচ্ছেন তিনি। ফিটনেস নিয়ে কাজ  করতে সম্প্রতি থাইল্যান্ড গিয়েছেন বাঁ হাতি এই ব্যাটসম্যান।

খেলার মৌসুমে পুরোপুরি ফিট থাকাটা একজন খেলোয়াড়ের খুব দরকার। তাই হয়ত ফিট থাকতে তামিমের এই বাড়তি চেষ্টা। ডিসেম্বরে আন্তর্জাতিক খেলা আছে তামিমের। ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজও খেলবেন তামিমরা। তার আগেই নিজেকে ফিট রাখতে ওয়ানডে অধিনায়কের দেশের বাইরে যাওয়া।

দেশের ক্রিকেটারদের খুব একটা বাইরে যেতে দেখা না গেলেও তামিম এর আগেও ব্যংকক গিয়েছেন ফিটনেস ট্রেনিং করতে। বিশেষজ্ঞ প্রশিক্ষক দ্বারা নিজের শরীর ফিট করেছেন এর আগেও। এবারও শরীর ফিট করেই দেশে ফিরবেন বাঁ হাতি এই ব্যাটসম্যান ।

উল্লেখ্য ১২ সেপ্টেম্বর থেকে মিরপুরে ট্যাকনিক্যাল কনসাল্টেন্ট শ্রীধরন শ্রীরামের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে। সেই ক্যাম্পে যোগ দিবেন টিম বাংলাদেশের খেলোয়াড়েরা। তামিম সেখানে থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিৎ নয়। এই ক্যাম্পটি মূলত নিউজিল্যান্ডে  আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে করা। তামিম টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই ক্যাম্পে না থাকার সম্ভাবনাই বেশি।

Exit mobile version