BJ Sports – Cricket Prediction, Live Score

ফর্ম হারিয়ে একাকিত্বে ভুগছেন বিরাট কোহলি

Virat Kohli

বিরাট কোহলি

কি নেই ভারতের ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির জীবনে? যশ, বিত্ত, খ্যাতি, সাজানো সংসার সবেই আছে। তবু কিনা একাকিত্বে ভুগছেন এই তারকা ক্রিকেটার?  

শেষ কবে হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে বাইশ গজে বিরাট কোহলির উদযাপন দেখা গেছে, তা হয়তো অনেকেই মনে করতে পারবেন না। ২০১৯ সালেই যে সর্বশেষ সেঞ্চুরি এসেছে কিং কোহলির ব্যাট থেকে। 

এরপর লম্বা সময় ধরেই ব্যাট হাতে দুঃসময় কাটাচ্ছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কোহলির টানা অফ ফর্ম নিয়ে আলোচনাসমালোচনাটাও নেহায়েত কম নয়।

আর এসব মানসিক চাপ বাড়িয়েছে কোহলির মনে। কোহলি নিজেকে ভাবছেন একা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি অনেকবারই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেখা গেছে একটি কক্ষপথে অনেক মানুষ, যারা আমাকে পছন্দ করে বা ভালোবাসে। কিন্তু বরাবরই আমার নিজেকে একা লেগেছে।

প্রসঙ্গে সাবেক ভারতীয় অধিনায়ক আরো বলেন, ‘আমার মনে হয় এমন অভিজ্ঞতা অনেকের হয়েছে। এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় যত শক্তিশালী থাকার চেষ্টা করি না কেন, এটা আপনাকে ছিঁড়েখুঁড়ে ফেলতে পারে।অফ ফর্মে থাকা কোহলির মানসিক চাপটাও যে কম নয়, সেটা কথায় স্পষ্ট।

এর আগে ২০১৪ সালেও ইংল্যান্ড সফরে অফ ফর্মের কারণে মানসিক চাপে পড়েন কোহলি। সেসময় হতাশাগ্রস্ত কোহলি ইংলিশ ধারাভাষ্যকার মার্ক নিকোলাসকে বলেন, ‘ঘুম থেকে উঠে যখন মনে হত রান করতে পারছি না, সেটা একদম ভালো লাগতো না। মনে হতো, পৃথিবীর সবচেয়ে একা মানুষ আমি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলছেন না কোহলি। টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়, বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তবে দেশবিদেশের অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, এটি স্রেফ বিশ্রাম নয়। মূলত বাজে ফর্মের কারণেই দল থেকে বাদ দেওয়া হয়েছে কোহলিকে।

এশিয়া কাপের দলে আছেন ভারতের সাবেক এই অধিনায়ক। সৌরভ গাঙ্গুলীর মত অনেকেই ভাবছেন এই আসরেই স্বরুপে ফিরতে পারেন কিং কোহলি।

Exit mobile version